বিনোদন ডেস্ক : সালমান খান কাকে সবচেয়ে ভয় পান জানেন? বা আরও স্পষ্ট করে বললে সল্লু মিঞার জীবনে সবচেয়ে ভয়ের কারণ কী?
অনেক কিছু হয়তো ভাবছেন আপনারা। আসুন, এ বার মিলিয়ে নিন ভাইজানের ভয়ের কারণ আপনি সঠিক গেস করতে পারলেন কিনা।
সম্প্রতি টুইটারে সোনম কাপূর একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে সালমান বলেছেন, ‘‘আমি যে এখনও ব্যাচেলার এটাই আমার জীবনে সবচেয়ে ভয়ের কারণ। তবে আমি এই ভয়টা পছন্দ করি। কারণ আমি জানি এই ভয় নিয়ে আমায় আরও কিছুদিন কাটাতে হবে।’’
এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই প্রশ্ন উঠছে তা হলে কি লুলিয়া ভানটুরের সঙ্গে তার প্রেম ভেঙে গিয়েছে? সে জন্যই এখনই বিয়ের কোনও ইঙ্গিতও দিচ্ছেন না নায়ক। বরং বিয়ে না হওয়াটাকেই তার ভয়ের কারণ হিয়েবে ব্যাখ্যা করছেন?
দিন কয়েক আগেই সালমান জানিয়েছিলেন, বিয়ে করতে চান, কিন্তু কোনও অপশন নেই। আবার তাকে এও বলতে শোনা গিয়েছিল, বিয়ে না হলেও তিন-চারটি সন্তানের বাবা হতে চান! আপাতত বিয়ে নিয়ে টোটাল কনফিউসড সাল্লুর স্ট্যাটাসের দিকে কড়া নজর রাখছেন মহিলা অনুরাগীরা।
১৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস