বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:১৩:৩০

পিঠ বাঁচাতে আমির খানের সখ্যতা!

পিঠ বাঁচাতে আমির খানের সখ্যতা!

বিনোদন ডেস্ক : অবশেষে পিঠ বাঁচাতে বিজিপি সরকারের সাথে সখ্যতা গড়ে তুললেন বলিউডের সুপারস্টার আমির খান। অসহিষ্ণুতা প্রসঙ্গে মন্তব্য করে বেশ বে-কায়দায় পড়েছিলেন এ অভিনেতা। মূলত সে থেকে রক্ষা পেতেই সরকারের সাথে তার সখ্যতা গড়ে তোলা বলে মনে করছেন অনেকে।

এদিকে. অসহিষ্ণুতা প্রশ্নে মন্তব্য করে ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’ থেকে বাদ পড়েছিলেন তিনি! কিন্তু ‘অসহিষ্ণু’ আমির খান এবং স্ত্রী কিরণের ‘পানি ফাউন্ডেশনে’র অংশীদার হতে চলেছে মহারাষ্ট্রের বিজেপি-শিবসেনা সরকার। আমির এবং কিরণের এই সংস্থা তৃণমূল স্তরে জল সংরক্ষণ নিয়ে সচেতনতা বাড়ানোর কাজ করবে।

আজই তাদের প্রথম উদ্যোগ, ‘সত্যমেব জয়তে ওয়াটার কাপ’ প্রতিযোগিতার কথা ঘোষণা করা হয়েছে। সরকারের সহায়তায় হতে চলা এই প্রতিযোগিতা মহারাষ্ট্রের প্রত্যন্ত গ্রামগুলিতে জল সংরক্ষণকে জনপ্রিয় করে তুলবে বলে আশা সংস্থার।

প্রথমে খবর শোনা গিয়েছিল, মহারাষ্ট্র সরকারের ‘জলযুক্ত শিবর অভিযানে’র ব্র্যান্ড-দূত হতে চলেছেন আমির। কিন্তু সেই জল্পনা উড়িয়ে দিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস জানিয়েছেন, আমিরদের পানি ফাউন্ডেশনের সঙ্গে ‘জলযুক্ত শিবর অভিযান’কে যুক্ত করা হতে পারে।

তিনি বলেন, ‘আমির যখন মহারাষ্ট্রের জল সংরক্ষণ নিয়ে কাজ করার কথা আমাকে প্রথম বলেছিলেন, তখনই সরকারি প্রকল্পের ব্র্যান্ড দূত হতে অনিচ্ছা প্রকাশ করেছিলেন।’’ ফড়ণবীসের আরও বক্তব্য, ‘আমির জানিয়েছিলেন, তিনি এ নিয়ে সরাসরি কাজ করতে চান।’

রতন টাটা, মুকেশ অম্বানী, কুমার মঙ্গলম বিড়লা-সহ দেশের বেশ কয়েকজন নামী শিল্পপতি আমিরদের ‘পানি ফাউন্ডেশনে’র ‘বোর্ড অফ ডিরেক্টরস’ পদে রয়েছেন। সংস্থার সঙ্গে যোগ দিয়েছেন বলিউডের পরিচালক রাজকুমার হিরানি, অভিনেতা অতুল কুলকার্নি এবং সচিন টেন্ডুলকরও। আমিরের বিখ্যাত টেলিভিশন শো ‘সত্যমেব জয়তে’র পরিচালক সত্যজিত ভটকলই ‘পানি ফাউন্ডেশনে’র পরিচালনার দায়িত্ব নিচ্ছেন।

আমিরের মতে, ‘সত্যমেব জয়তে’ই তাকে মানুষের কাছে পৌঁছে দিয়েছে। কিন্তু নতুন সংস্থার কাজকর্মের কথা জানানোর জন্য তিনি অনেক বেশি সংখ্যক চ্যানেলের কাছে পৌঁছে যেতে চান বলে জানিয়েছে এই বলিউড অভিনেতা।

আমিরের মন্তব্য, ‘রেডিও এবং ডিজিটাল-সহ সমস্ত সম্ভাব্য মাধ্যম ব্যবহার করে আমরা মানুষের সঙ্গে যোগাযোগ করতে চাই।’ এমনকী, এই উদ্যোগের প্রচারের জন্য একটি মোবাইল অ্যাপ্লিকেশন তৈরির পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।
১৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে