বিনোদন ডেস্ক : বিরাট কোহলির সাথে আনুশকার ব্রেকআপ হয়ে গিয়েছে এতে আর কোন সন্দেহ নেই। দুইজন এখন দু’জনের মুখও দেখছেন না ঠিক মত। এমনকি কেউ কারো কথাও শুনতে পারছে না।
সম্প্রতি এমনটা এবার প্রকাশ্যে এলো বিরাট কোহলির আচরণে। বিরাটের কাছে তাদের ব্রেকআপ নিয়ে প্রশ্ন করা হলে দারুণভাবে ক্ষুব্ধ হন তিনি। আর ক্ষুব্ধভাবেই দিয়েছেন তিনি এর উত্তর।
সম্প্রতি একটি বিখ্যাত ঘড়ি প্রস্তুতকারী সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন বিরাট। তারই এক অনুষ্ঠানে এক অকুতভয় সাংবাদিক বিরাটকে ব্রেকআপ নিয়ে প্রশ্ন করেন। প্রশ্ন শুনেই কড়া ভাষায় তার জবাব দিতে অস্বীকার করেন বিরাট।
বিরাট-আনুশকার মধ্যে যে কিছু একটা গোলমাল চলছে তা বোঝা গিয়েছিল দিন কয়েক আগেই। এবার বিরাটের প্রতিক্রিয়ায় স্পষ্ট হল, কিছু একটা নয়, সমস্যা গভীর।
আনুশকার নাম না করেই বিরাটকে ব্রেকআপের ব্যাপারে প্রশ্ন করেন ওই সাংবাদিক। শুনেই ফোঁস করে ওঠেন বিরাট। জবাবে বলেন, ‘কোন রিলেশনশিপের কথা বলছিলেন? আমি কোনও রিলেশনশিপের ডাক্তার নই’। এর পরই সংস্থার প্রতিনিধি শুধুমাত্র ঘড়ির ওপর প্রশ্ন করতে হবে বলে বিধি বেঁধে দেন।
১৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন