বিনোদন ডেস্ক : বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরভীন সুলতানা দিতি দীর্ঘদিন ধরেই অসুস্থ আছেন। মাঝে কিছুদিন তিনি পরিচিত কাউকেই চিনতে পারছিলেন না। তবে এখন আগের থেকে কিছুটা ভালো আছেন তিনি। যার ফলে পরিচিত অনেককেই সে এখন চিনতে পরছেন।
বুধবার রাতে পরিচালক বদিউল আলম খোকন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে দিতির শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে যান। এসময় দিতির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে হাসপাতালের চিকিৎসকরা পরিচালককে জানান।
পরিচালক বদিউল আলম খোকন বলেন, দিতির শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো, এখন তিনি কাছের মানুষদের চিনতে পারছেন। অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
এর আগে আজ বুধবার সন্ধ্যায় ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ায় দিতির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এসব খবরে দিতির পরিবার বেশ বিরক্ত। মস্তিষ্কের ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী।
১৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন