বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬, ১২:২৭:০০

শুধু আমির খানই নয়, কাঁদলেন হৃত্বিকও

শুধু আমির খানই নয়, কাঁদলেন হৃত্বিকও

বিনোদন ডেস্ক : বাস্তব জীবন সম্পর্কীত ছবি ‘নিরজা’। এক বিমানবালার বাস্তব জীবনের সাহসী গল্প নিয়ে বলিউডে নির্মিত হয়েছে এ ছবিটি। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন সোনম কাপুর।

এদিকে নির্মিত এ ছবিটি মুক্তির আগে আয়োজন করা হয় প্রিমিয়ার শো। এ শো-তে এসেছিলেন বলিউডের বড় বড় সব তারকা অভিনেতা-অভিনেত্রীরা। ছবিটি দেখে সকলের মুখেই ছিল প্রশংসার ফলুঝুরি। আবার কেঁদেছেন অনেকেই। এরমধ্যে বলিউড সুপারস্টার আমির খান ও হৃত্বিক রোশন পুরো ছবির মধ্যেই ঢুকে গিয়েছিলন। আর তাই তো তারা কেঁদেছেন অঝরে।

শুধু আমির খান ও হৃত্বিক রোশনই না। এ ছবিটি দেখে উপস্থিত আরও অনেকেই কেঁদেছেন। স্তব্ধ হয়ে গিয়েছিলো প্রদর্শনির স্থান। সকলের চোখ যেন ছিল পর্দামুখি। এতটাই মুগ্ধ ছিলেন তারা, এক মুহুর্তের জন্যও তারা পলক ফেলেন নি পর্দা থেকে।

প্রশংসাকারীর মধ্যে একজন ভারতীয় ক্রিকেটের ঈশ্বর শচীন টেন্ডুলকার। রয়েছেন বিখ্যাত সব বলিউড তারকাও। টুইঙ্কেল খান্না, আমির খান, হৃত্বিক রোশন, করণ জোহর ও সোনম কাপুরের বাবা অনিল কাপুর।

তবে সবার চোখ কপালে উঠেছে ক্রিকেট তারকা যুবরাজ সিং যখন সাবেক প্রেমিকা হাজেল কিচ ও তার নতুন প্রেমিক আঙ্গাড় বেদিকে নিয়ে সিনেমাটি দেখতে উপস্থিত হন। অবশ্য সিনেমাটি দেখার সময় তিনজনকে খুব আনন্দিতই দেখাচ্ছিল। নিজের স্ত্রীকে উপস্থিত ছিলেন আয়ুষ্মান খোরানা।

উল্লেখ্য, ১৯৮৬ সালে করাচিতে সন্ত্রাসীরা ছিনতাই করে যাত্রাবাহী বিমান ‘প্যান অ্যাম ফ্লাইট ৭৩’। সন্ত্রাসীদের হাত থেকে যাত্রীদের বাঁচাতে গিয়ে নিহত হয় বিমানবালা নিরজা বানৌত। এই সাহসিকতার পুরস্কারস্বরূপ তিনি অশোক চক্র পুরস্কার পান।
১৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে