বিনোদন ডেস্ক : বলিউডের প্রথম সারির প্রায় সব নায়িকার বিপরীতেই অভিনয় করেছেন হৃত্বিক রোশন। তবে এ তালিকায় বাদ ছিলেন কেবল দীপিকা পাডুকোনই। কিন্তু সেই বাদ আর রইল না। এবার দীপিকার সাথেও জুটি বাঁধছেন বলিউডের কৃষখ্যাত এই অভিনেতা।
শোনা যাচ্ছে, প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা এবং পরিচালক কবির খান নতুন একটি সিনেমার কাজ শুরু করার চিন্তা করছেন। সে সিনেমাতেই দেখা যাবে হৃত্বিক-দীপিকা জুটিকে।
এ সম্পর্কে একটি সূত্র জানিয়েছেন, ‘দীপিকার সঙ্গে কাজ করতে খুবই আগ্রহী সাজিদ। কিন্তু কিছু কারণে তা হচ্ছিল না। যা হোক, এবার সম্ভবত কবির খানের পরবর্তী সিনেমায় দীপিকা চুক্তিবদ্ধ হচ্ছেন।’
হৃত্বিক এবং দীপিকা দুজনেই সিনেমাতে তাদের অভিনয় দক্ষতা দেখিয়ে দর্শকের মন জয় করেছেন। এ ছাড়া বক্স অফিসেও হিট তারা। বলা যায় না, তারা হতে পারেন বলিউডের অন্যতম সেরা জুটিও। অন্যদিকে সব কিছু ঠিক থাকলে কবির খানের সঙ্গে এটিই হবে হৃতিক এবং দীপিকার প্রথম কাজ।
১৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন