বিনোদন ডেস্ক : হলিউডের বিখ্যাত অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন মানেই সেনসেশন। আবার শিরোনামে এই অভিনেত্রী। ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। এর আগেও অবশ্য চারবারের জন্য গাঁটছড়া বেঁধেছিলেন ৪৮ বছরের এই অভিনেত্রী।
নিজের পঞ্চমবারের বিয়ের খবরটা জানিয়েছেন তিনি নিজেই। রীতিমতো সাংবাদিক ডেকে তিনি জানিয়েছেন, ‘আমি আবার কারোর সঙ্গে থাকতে চলেছি।’
গত এক বছর আগেই ডিভোর্স হয় পামেলার। বেশ ঝড়-ঝাপটা যায় হলিউড সুন্দরীর উপর। সেসব সামলে উঠে অবশেষে আবার নতুন সঙ্গীর সঙ্গে নতুন জীবনের পথে পামেলা অ্যান্ডারসন। জানিয়েছেন, দুই ছেলে বড় হয়ে উঠেছে। তাদের নিজেদের জগত্ হয়েছে । তাই কিছুটা একাকিত্ব গ্রাস করছিল। সেই কারণেই ফের বিয়ের সিদ্ধান্ত।
১৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন