বিনোদন ডেস্ক : রণবীর আর ক্যাটরিনার বিচ্ছেদ নিয়ে জল্পনার শেষ হচ্ছে না। প্রতি মুহুর্তেই নতুন করে নানা জল্পনা পাখা মেলছে। এবার নতুন খবর হচ্ছে, রণবীরকে নাকি বিয়ে করতে চেয়েছিলেন ক্যাটরিনা। আর সেটাই নাকি দু’জনের বিচ্ছেদের কারণ!
যদিও অনেকদিন থেকে এই জল্পনা ছিল। তারপরও সম্প্রতি ক্যাটরিনার এক সাক্ষাৎকার সেই জল্পনাকে আরও বেশি উস্কে দিয়েছে। এখন এটাকেই সকলে সত্যি বলে ধরে নিচ্ছে।
সাক্ষাৎকারে ক্যাটরিনা অকপটে জানান, খুব তাড়াতাড়ি তিনি বিয়ে করতে চান। তাকে প্রশ্ন করা হয়, ৬০ বছর বয়সে তিনি নিজেকে কোথায় দেখতে চান? উত্তরে তিনি বলেন, পরিবার, বন্ধু, সন্তান, নাতি-নাতনিদের মধ্যে তিনি থাকতে চান। আর তার এই ইচ্ছা পূরণ করতে যে তিনি কতটা মরিয়া তা-ও ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন এই অভিনেত্রী। বলেন, ‘খুব দ্রুত এই স্বপ্ন পূরণ করব।’
ক্যাটরিনা-রণবীরের সম্পর্কের টানাপড়েন নিয়ে গসিপের অন্ত নেই। বিয়ে করতে চাওয়াতেই যে রণবীরের সঙ্গে তার বিচ্ছেদ, বলিউডজুড়ে এমন জল্পনাও রয়েছে। এরই মধ্যে হঠাৎ ওই সাক্ষাৎকারে বিয়ের ইচ্ছা প্রকাশ করেন ক্যাটরিনা। তা কি সে দিকেই ইঙ্গিত করছে না!
১৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন