বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:২৬:৪১

অবশেষে কলকাতার শ্রাবন্তীর সাথে শাকিব খানই প্রেম করবেন

অবশেষে কলকাতার শ্রাবন্তীর সাথে শাকিব খানই প্রেম করবেন

বিনোদন ডেস্ক : অবশেষে ঢাকাই সিনেমার কিং শাকিব খানের বিপরীতে কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তীকেই চুড়ান্ত করা হয়েছে। সম্প্রতি শ্রাবন্তীকে শাকিব খানের বিপরীতে চক্তিবদ্ধ করা হয়েছে।

নাম ঠিক না হওয়া এই ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশের জাজ মাল্টি মিডিয়া ও কলকাতার এসকে মুভিজ। এসকে মুভিজের কর্ণধার হিমাংশু ধানুকা শ্রাবন্তীকে চুক্তি করার বিষয়টি নিশ্চিত করেছেন। পাশাপাশি শ্রাবন্তীও চুক্তিবদ্ধ হওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছেন।

ছবিটি পরিচালনা করছেন বাংলাদেশ থেকে সীমান্ত ও কলকাতা থেকে জয়দীপ। আগামী ১ মার্চ থেকে ছবিটির শুটিং শুরু হবে। কলকাতার লোকেশন দিয়ে ছবিটির শুটিং শুরুর কথা আছে। এরপর হবে বাংলাদেশ ও যুক্তরাজ্যে।

হিমাংশু ধানুকা জানিয়েছেন, শাকিবরে বিপরীতে শ্রাবন্তীর অভিনয়ের ব্যাপারে চুক্তি হয়ে গেছে। গেল সপ্তাহের শেষে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন।

এদিকে ঢাকাই ছবির জনপ্রিয় তারকার বিপরীতে প্রথম অভিনয় করতে যাচ্ছেন শ্রাবন্তী। আর এ নিয়ে তিনিও খুব খুশি। এ প্রসঙ্গে শ্রাবন্তী জানিয়েছেন, ‘ বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান। তার নাম আগেই শুনেছি। আশা করছি দুজন মিলে ভালো কাজ হবে।’

ছবিটির নায়িকা নির্বাচনের শুরুর দিকে শ্রাবন্তীকে সম্ভাব্য নায়িকাকে হিসেবে বলা হয়েছিল। পাশিপাশি আরও নায়িকা দেখা হচ্ছে বলে এসকে মুভিজ থেকে সেই সময় জানানো হয়েছিল । কিন্তু শেষ পর্যন্ত শ্রাবন্তীই কেন?

এ ব্যাপারে হিমাংশু ধানুকা বলেন,‘ চরিত্রটি একজন বাঙালী ঘরের সাধারণ মেয়ে। শ্রাবন্তীর বিকল্প আর পাওয়া গেল না। তাঁর সঙ্গে চরিত্রটি ভালো মানিয়ে যায়।’
১৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে