বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:৫৯:১৯

নাটকে ক্লান্ত তাহসান

নাটকে ক্লান্ত তাহসান

বিনোদন ডেস্ক : মূলত গানের মানুষ তাহসান। এখানে তার জনপ্রিয়তা আকাশচুম্বী। এরপরও তিনি আসেন অভিনয়ে। এখানে তুমুল জনপ্রিয়তা তাকে আলিঙ্গন করে। লাখো দর্শকের স্থানে মিলে তার ঠাঁই।

তবে এবার অভিনয় থেকে খানিকটা বিশ্রামে যেতে চাইছেন এই জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা। সম্প্রতি তিনি জানিয়েছেন এবার কিছুদিন গানে মনোনিবেশ করবেন। কেন না, এ বছর গানে খুব কমই সময় দেয়া হয়েছে।

এদিকে এবারের বিশেষ দিনগুলো ছিলো তাহসানের একাধীক নাটক। বিশেষ করে ভালোবাসা দিবসে কাছে আসার গল্প সিরিজের ‘হাতটা দাও না বাড়িয়ে’, ইমরাউল রাফাতের ‘তোমায় ভেবে লেখা’ মিজানুর রহমান আরিয়ানের ‘তাই তোমাকে’। নাটকগুলো দর্শকমহলে সাড়া ফেলেছে। নাটকের জন্য টাইট সিডিউল মেইনটেইন করেছেন তিনি। সময় সময় মত সকাল-সন্ধ্যা দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে।

তাহসান জানিয়েছেন, ‘টানা অভিনয় করেছি। এবার একটু রিল্যাক্স দরকার। সামনে ছয়টা মাস নাটক করছিনা। তিনি বলেন, ‘গানে মনোযোগ দেবো। গানে কম কাজ করা হয়েছে এবার। চলতি বছরের মাঝামাঝিতে নতুন অ্যালবামে হাত দেবো।’
১৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে