বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬, ০৬:১৯:৩৮

প্রীতির বিয়ে, এবারও কি গুঞ্জন না সত্যি?

প্রীতির বিয়ে, এবারও কি গুঞ্জন না সত্যি?

বিনোদন ডেস্ক : সম্প্রতি গুঞ্জন রটেছিল প্রীতি জিনতা বিয়ে করতে চলেছেন। আর এ গুঞ্জন নিয়ে পুরো বলিউডজুড়েই চলছিল শোরগোল। তবে শেষ পর্যন্ত গুঞ্জন গুঞ্জনই থেকে গেছে। এ নিয়ে প্রচণ্ড রকম ক্ষিপ্তও হয়েছিলেন প্রীতি জিনতা।

এদিকে এ ঘটনার ক’দিন যেতে না যেতে আবারও শুরু হয়েছে প্রীতি জিনতার বিয়ে নিয়ে নতুন গুঞ্জন! ভারতের প্রথম সারির একটি পত্রিকা দাবী করেছেন আগামী ১০ দিনের মধ্যে বিয়ে করতে চলেছেন প্রীতি জিনতা!

ওই প্রতিকা তাদের প্রতিবেদনে বলেছেন, বর আর কেউ নয়, প্রীতির সেই নিউ ইয়র্কের বন্ধু জেনে গুডএনাফ। শুধু তাই নয় প্রতিবেদনে আরো বলা হয়েছে, বিয়ের বিষয়টি চুপি চুপি সেরে ফেলতে চান প্রীতি। এ জন্য বিষয়টি সবার কাছে গোপন রাখছেন তিনি। কয়েকজন বন্ধু এবং আত্মীয়স্বজন নিয়ে তার বিয়ের অনুষ্ঠান করতে চান এ অভিনেত্রী।  

এর আগেও বেশ কয়েকবার প্রীতির বিয়ে নিয়ে গুঞ্জন ওঠেছিল। কিন্তু প্রত্যেকবারই প্রত্যাখান করেন এ অভিনেত্রী। সম্প্রতি তার বিয়ের গুঞ্জন নিয়ে মাইক্রোব্লগিং সাইট টুইটারে প্রীতি লিখেছিলেন, ‘দয়া করে আমার বিয়ের ঘোষণা আমাকেই দিতে দিন। জীবনটা আমার। সেই সময় পর্যন্ত আমাকে একা থাকতে দিন।’
১৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে