বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬, ০৬:৩৩:২২

প্রেম থেকে সরে যাচ্ছেন সালমান খান, ফিরছেন অ্যাকশনে

প্রেম থেকে সরে যাচ্ছেন সালমান খান, ফিরছেন অ্যাকশনে

বিনোদন ডেস্ক : প্রেম দিয়েই বলিউডে যাত্রা শুরু হয়েছিল সালমান খানের। আর সেটা হয়েছিল নির্মাতা সুরাজ বার্জাতিয়ার হাত ধরে ‘ম্যানে পেয়ার কিয়া’র মত ব্লকবাস্টার সিনেমা দিয়ে।

এ ছবিতে সালমান খানের নামও ছিল প্রেম। এরপর আরও অসংখ্য সিনেমায় তাকে দেখা গিয়েছে প্রেম চরিত্রে। তবে তার প্রথম নির্মাতা সুরাজ বার্জাতিয়ার সাথে দীর্ঘ ১৫ বছর কোন সিনেমা করা হয় নি সালমানের। এরমধ্যে দীর্ঘ ১৫ বছর পর এই নির্মাতা সালমান খানকে নিয়ে তৈরি করেন ‘প্রেম রতন ধন পায়ো’। ছবিটি দারুণ ব্যবসা করেন।

এদিকে এবার শোনা যাচ্ছে প্রেম থেকে সরে যাচ্ছেন নির্মাত সুরাজ বার্জাতিয়া। তিনি নাকি এবার পারিবারিক ঘরাণার প্রেম নিয়ে নয়, বরং দাবাং ছোঁয়া প্রেম তথা অ্যাকশন নির্ভর সিনেমা তৈরি করবেন। আর সেখানে সালমান খানই থাকছেন।

এদিকে এমন খবরে নড়েচড়ে বসেছে বলিউড। প্রশ্ন উঠছে, সুরাজ বার্জাতিয়া ও সালমান খান মিলে দর্শকদের উপহার দিয়েছেন পারিবারিক ঘরানার সিনেমা। রাজশ্রী এন্টারটেইনমেন্টের রীতি ভেঙে এবার সুরাজ হাঁটছেন অন্য পথে। তাহলে এ পথে তারা দু’জন কতটা সফল হবেন?
১৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে