বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬, ০৬:৪৭:৪২

আলোচিত সেই সাহারা কেন বোরকা পরে থাকেন?

আলোচিত সেই সাহারা কেন বোরকা পরে থাকেন?

বিনোদন ডেস্ক : বিয়ের পর প্রায় দুই বছর হয় কোন খোঁজ নেই ঢাকাই সিনেমার জনিপ্রয় নায়িকা সাহারার। নিজেকে তিনি একরকম আড়াল করেই রেখেছেন। তার ভক্ত বা অনুরাগিরা কেউই পাচ্ছিলেন না তার কোন খোঁজ।

জানা গেছে, বর্তমানে সাহারা অভিনয় থেকে নিজেকে একটু দুরেই রেখেছেন। স্বামী সংসার নিয়ে ভালোই আছেন। পাশাপাশি করছেন ব্যবসাও। তিনি নিকেতনের একটি শপিং মলে গার্মেন্টের ব্যবসা শুরু করেছেন।

দোকানে তিনিই বসেন। তবে তাকে চেনার উপায় নেই। কেন জানেন? সাহারা দোকানে অধিকাংশ সময় নাকি বোরকা পড়েই থাকেন! তবে কেন এই বোরকা পড়ে থাকা? এমন প্রশ্নের উত্তরে জানা গেছে, যদি তার ভক্তরা তাকে চিনে ফেলেন, তাই বোরকা পড়ছেন তিনি।

এদিকে ফেসবুকে সাহারার নতুন কোন ছবিও দেখা যাচ্ছে না। এমনকি স্বামীর সঙ্গেও ফেসবুকে তার কোনো ছবি নেই। তবে ১৬ ফেব্রুয়ারি হঠাৎ করেই স্বামীর সঙ্গে সেলফি তুলে ফেসবুকে পোষ্ট করলেন তিনি।

সাহারা জানিয়েছেন, ‘অনেক দিন ধরে আমার ভক্ত ও কাছের মানুষরা বর্তমান খবর জানতে চাইছিলেন। তাদের জন্যই ছবিটি পোস্ট করা। আমি সাংসারিকভাবে খুব সুখে আছি। স্বামী মাহবুবুর রহমান মনির মানুষ হিসেবে অসাধারণ। বাকি জীবনটা তার সঙ্গেই কাটাতে চাই।’
১৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে