বিনোদন ডেস্ক : বলিউড এবং ভারতীয় ক্রিকেটের মাঝে এক অন্যরকম সম্পর্কের কথা সবার জানা রয়েছে। সেই সূত্রে ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি এবং বলিউড সুপারস্টার আনুশকা শর্মার প্রমের সূত্র পাত। কিন্তু সম্প্রতি এই জুটির দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে ভাটা পড়েছে! আর এই নিয়ে মিডিয়া চলছে তোলপাড়। কিন্তু অবাক করার বিষয় হলো যে, এমন সময় বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন নাকি বিরাটকে স্বাগত জানিয়েছেন! জল্পনায় যেন নতুন মাত্রাই যোগ হলো।
আসলে জল্পনার কিছুই নেই কারণ, সম্প্রতি ‘টিসট’-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর মনোনীত হয়েছেন স্টাইলিশ ক্রিকেটার বিরাট কোহলি। আর এই নিয়েই তার আনন্দের যেন শেষ নেই। তবে এখানেই শেষ নয়। ‘টিসট পরিবারে নতুন সদস্য হয়ওয়ায় কোহলিকে স্বাগত জানালেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ২০০৭ সাল থেকে সংস্থাটির প্রচারের কাজ করছেন দীপিকা পাড়ুকোন।
প্রসঙ্গত, আনুশকা শর্মা এখন অবশ্য সুলতানকে নিয়েই ব্যস্ত রয়েছেন! কি অবাক হচ্ছেন? না, এই সুলতান কারো নাম নয়। সুলতান হয়েছে বলিউডের ব্যাচেলর খান সালমা এবং আনুশার আসন্ন সিনেমা। বর্তমানে এই ছবির শুটিংয়ে কুস্তির চর্চায় ব্যস্ত রয়েছেন আনুশকা।
১৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই