বিনোদন ডেস্ক : দীর্ঘ আটাশ বছর পরে নিজের স্নাতক ডিগ্রির কাগজ পত্র হাতে পান বলিউড সুপারস্টার শাহরুখ খান। সেই সার্টফিকেট পাওয়ার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ছবি পোস্ট করেছেন বাদশা খান। শাহরুখের পোস্টের প্রেক্ষিতে তিনি জানান, শাহরুখের এই সার্টিফিকেট পাওয়াতে তিনি খুবই খুশি।
এমন পোস্ট করার সঙ্গে সঙ্গেই অভিনেতার বিশাল ফ্যান-ফলোয়াররা ঝাঁপিয়ে পড়েন সামাজিক যোগাযোগ মাধ্যমে। লাইক আর কমেন্টের যেন বন্যা বইতে থাকে সেখানে। এবং পোস্টি শেয়ারের সংখ্যা দেখেও অন্য তারকাদের কাছে যথেষ্টই ঈর্ষণীয় হয়ে উঠেন।
তবে, এত লাইক, কমেন্ট আর শেয়ারের মধ্যেও সেরা ফ্যানের খ্যাতাব পেয়েছেন সিনথিয়া নামের এক তরুণী। শাহরুখের পোস্টের প্রেক্ষিতে তিনি জানান, শাহরুখের এই সার্টিফিকেট পাওয়াতে তিনি খুবই খুশি। একইসঙ্গে তিনি লেখেন তার চেয়েও অনেক বড় ফ্যান তার মা। সিনথিয়া জানান, তার বাবাকে অনেকটা শাহরুখের মতোই দেখতে এবং সেই কারণে তার মা বিয়েতে সম্মতি জানিয়েছিলেন।
শুধু একজন নন, একটা গোটা পরিবারই তার ফ্যান। এমন কথা জেনে উচ্ছ্বসিত বলিউড বাদশা শাহরুখ খান।
১৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই