বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:১২:৩২

‘বেওয়াচ’এর খল চরিত্র নিয়ে যা বললেন প্রিয়াঙ্কা

‘বেওয়াচ’এর খল চরিত্র নিয়ে যা বললেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া তার অভিনয় দক্ষতা দিয়ে মাত করেছেন বলিউড, হলিউড সহ গোটা বিশ্ব। তার অভিনয়ের প্রশংসায় যখন সবাই পঞ্চমুখ ঠিক তখনি এই নায়িকা জানলেন, তাকে নাকি খল চরিত্রেই বেশি মানয়!

খল চরিত্রেই বেশি মানায় প্রিয়াঙ্কা চোপড়াকে— মত ডোয়েন জনসনের! ‘শি ইজ কুল, বাট ডাজ ব্যাড ইভেন বেটার’— ‘বেওয়াচ’-এর সহ-অভিনেত্রীর সম্পর্কে এমনটাই বললেন ‘রক’ ডোয়েন। ‘কোয়ান্টিকো’র পর হলিউডের জন্য জরুরি হয়ে উঠেছেন প্রিয়াঙ্কা।

এর আগে টিম ‘বেওয়াচ’এ তাকে স্বাগত জানিয়ে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছিলেন ডোয়েন। নব্বইয়ের দশকের বিখ্যাত টেলিভিশন সিরিজের আদলে তৈরি হচ্ছে এই ছবি। প্রিয়াঙ্কা ট্যুইটারে অফিশিয়ালি জানিয়েছেন, ‘বেওয়াচ’এ খলনায়িকা হচ্ছেন তিনি। বলিউড ব্রিগেডের শুভেচ্ছাও মিলেছে তার। খুব শিগগিরই শ্যুটিং শুরু করবেন প্রিয়াঙ্কা।
১৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে