বিনোদন ডেস্ক : সুপারস্টার নিজের ফ্যান হতে পারছিলেন না৷ তবুও যে কাজটা সফল হল, তার কৃতিত্বের পুরোটাই পরিচালককে দিলেন শাহরুখ খান। এখন পর্যন্ত প্রায় ১০০ সিনেমায় অভিনয় করা হয়ে গিয়েছে৷ কিন্তু নিজের চোখে এখনো তিনি 'অযোগ্য'৷ এমনটাই মনে হয়েছে নিজের আসন্ন ছবি 'ফ্যান'-এ অভিনয় করতে গিয়ে৷ অকপটে সে কথা স্বীকার করেছেন শাহরুখ খান৷ বলেছেন, পরিচালক মনীশ শর্মা পথ না দেখালে এই ছবির গৌরব চরিত্রে তিনি অভিনয় করতেই পারতেন না৷
কিন্তু কেন গৌরব চরিত্রে অভিনয় করতে গিয়ে তাকে এত বেগ পেতে হল? কেন ক্যারিয়ারের বাকি চরিত্রের থেকে এই ছরিত্র সম্পূর্ণ আলাদা? যারা কিং খানের আসন্ন ছবির বিষয়ে কিছুমাত্র জানেন, তাদের কাছেও এই তথ্য রয়েছে যে, ছবিটিতে বলিউডের এক সুপারস্টার এবং তার সবচেয়ে বড় 'ফ্যান'- দুই ভূমিকাতেই অভিনয় করছেন শাহরুখ৷ এর প্রথম জন আরিয়ান খান্না এবং দ্বিতীয় জন গৌরব৷ শাহরুখের মতে, এক সুপারস্টারের ভূমিকায় অভিনয়ের জন্য, তাকে আলাদা করে কিছু ভাবতে হয়নি, তিনি নিজে যেমন, তেমনটাই পর্দায় ধরার চেষ্টা করেছেন৷
কিন্তু গৌরব এমনই এক চরিত্র, যার চোখ দিয়ে নিজের সুাপরস্টার সত্ত্বাকে দেখতে হয়েছে তাকে৷ তাই সেটা করার সময় পুরোপুরি ভরসাটাই রাখতে হয়েছে মনীশের ওপর৷ বুঝতে হয়েছে একজন ভক্তের মনস্তত্ত্ব৷ 'আপনারা গৌরবকে যা দেখেন, তার অর্ধেকটা প্রসথেটিকস এবং ভিএফএক্স-এর সাহায্যে বানানো৷ কিন্তু এই গৌরবের পুরোটাই মনীশের কল্পনা', সাংবাদিকদের এমনটাই বলেছেন তিনি৷ এমনকি এটাও বলেছেন, মনীশের কাছে গৌরবের চরিত্রটা এতটাই পরিষ্কার ছিল, অনেক চেষ্টা করেও সেই কল্পনার মতো হুবহু বাস্তব রূপ তিনি দিতে পারেননি৷
জীবনে বহু ধরনের চরিত্রে অভিনয় করেছেন৷ তার অধিকাংশের কৃতিত্ব নিজে নিলেও, এই গৌরবের কৃতিত্ব তিনি কোনো ভাবেই নেবেন না বলেও জানিয়েছেন শাহরুখ খান৷ তিনি বলেছেন, পরিচালক তাকে যা বলেছেন, তিনি শুধু অন্ধের মতো অনুসরণ করে গিয়েছেন৷ 'মনীশ ঠিক যা যা চেয়েছে, আমি যদি তা করে উঠতে পারি, তাহলে খুব খুশি হব', বলেছেন শাহরুখ৷ কেমন ছিল 'ব্যান্ড বাজা বারাত'-এর পরিচালকের টিমের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা?
শাহরুখ বলেছেন, 'আমি দলের সবচেয়ে বয়স্ক সদস্য৷ সমস্ত বাচ্চারা আমার সঙ্গে ধৈর্যের সঙ্গে কাজ করেছে৷ প্রসথেটিক পরে কাজ করাটা মোটেই সহজ নয়৷ মুখে ঘাম চিটে থাকত, খুব অসুবিধা হত৷ কিন্তু এটা আমি একা সহ্য করিনি৷ দলের বাকিরাও নিজেদের মতো করে আমার সঙ্গে কষ্ট ভাগ করে নিয়েছে৷' পঞ্চাশ বছরের এক অভিনেতার পক্ষে নিজের বয়সের অর্ধেক বয়সী চরিত্রে অভিনয় করাটা সহজ কথা নয়৷ তবু শাহরুখের আশা, তারা এতটাই পরিশ্রম করেছেন, দর্শকদের ভালো লাগবে গৌরবকে৷
উল্টো দিকে আরিয়ান যেন তার নিজের চরিত্র৷ সেই চরিত্রে অভিনয় করতে গিয়ে কি কোনো সমস্যা হয়নি? না, শাহরুখ জানিয়েছেন, এক্ষত্রেও সমস্যা ছিল বইকি! 'মনীশ আমারই অভিনয় করা ছবির কিছু দৃশ্য আবার তৈরি করতে চেয়েছিল৷ আমি তেমনই করি৷ কিন্তু মনীশ বলে, সেগুলো একদম আগের মতো হয়নি৷ আমি অবাক! খুব অস্বস্তি হয়েছে৷ নিজের করা দৃশ্যই নিজে আবার অভিনয় করতে পারছি না! খুব লজ্জা হচ্ছিল!', বলেছেন কিং খান৷
১৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই