মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ১০:২১:২৬

জনপ্রিয় অভিনেতার মৃত্যু, শোকের ছায়া বিনোদন জগতে

জনপ্রিয় অভিনেতার মৃত্যু, শোকের ছায়া বিনোদন জগতে

বিনোদন ডেস্ক : বর্ষীয়ান মারাঠি জনপ্রিয় অভিনেতা অতুল পারচুর মারা গেছেন। সোমবার (১৪ অক্টোবর) মৃত্যু হয়েছে তার। ক্যানসারের সঙ্গে লড়াই করে শেষ রক্ষা হলো না বলিউডের এই জনপ্রিয় অভিনেতার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।

এ অভিনেতা কমেডি চরিত্রে অভিনয় করে বহুল আলোচিত হয়েছিলেন। সম্প্রতি ‘দ্য কপিল শর্মা শো’-এ দেখা গিয়েছিল তাকে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কয়েক মাস আগেই ৫ সেন্টিমিটার টিউমার শনাক্ত থেকে ক্যানসার হওয়ার কথা জানিয়েছিলেন এ মারাঠি অভিনেতা।

ক্যানসার সম্পর্কে তিনি বলেছিলেন, আমার মনে হয় আপনি যখন অসুস্থ থাকেন, তখনই বুঝতে পারেন মানুষ আপনাকে ঠিক কতটা ভালোবাসে। ছয় মাসে মানুষের কাছ থেকে এই পরিমাণ ভালোবাসা পেয়েছি, যা বলার মতো না এবং তাদের প্রতি কৃতজ্ঞ আমি।

এনডিটিভির বরাতে, চিকিৎসা নিয়ে তিনি আরও বলেছিলেন, ‘ক্যানসার নির্ণয়ের পর আমার প্রথম পদ্ধতিটি ভুল হয়ে গিয়েছিল, যা আমার অগ্ন্যাশয়কে প্রভাবিত করেছিল এবং বিভিন্ন জটিলতার দিকে পরিচালিত করেছিল। ভুল চিকিত্সা আসলে আমার অবস্থাকে আরও খারাপ করে দিয়েছিল। আমি হাঁটতে অক্ষম ছিলাম এবং স্পষ্টভাবে কথা বলতে কষ্ট পেয়েছি। সেই অবস্থায়, ডাক্তার আমাকে পরামর্শ দিয়েছিলেন। দেড় মাস অপেক্ষা করুন।’

‘তারা সতর্ক করে দিয়েছিল যে অস্ত্রোপচারের মধ্য দিয়ে দীর্ঘমেয়াদী জন্ডিস বা গুরুতর লিভারের জটিলতা হতে পারে, সম্ভবত আমার বেঁচে থাকাকে হুমকির মুখে ফেলতে পারে। অবশেষে, আমি দ্বিতীয় মতামত চেয়েছিলাম, ডাক্তার পরিবর্তন করেছি এবং উপযুক্ত ওষুধ এবং কেমোথেরাপি পেয়েছি।’
 
অতুল পারচুর চলচ্চিত্র এবং টেলিভিশন উভয় ক্ষেত্রেই তার কাজের জন্য পরিচিত ছিলেন, বিশেষ করে তার কমিক অভিনয়ের জন্য। তিনি ‘ভাসু চি সাসু’, ‘প্রিয়তামা’, এবং তরুণ ‘তুর্ক মাতারে আরকা’ এর মতো উল্লেখযোগ্য কাজসহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন।
 
তার সিনেমা ‘নভরা মাঝা নবসাচা", ‘সালাম-ই-ইশক, ‘পার্টনার’, ‘অল দ্য বেস্ট: ফান বিগিনস, ‘খাট্টা মিঠা’ এবং ‘বুদ্দাহ হোগা টেরা বাপ’ এর মতো চলচ্চিত্রগুলোতে ভীষণ জনপ্রিয় হন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে