বিনোদন ডেস্ক : প্রেক্ষাগৃহে মুক্তির দিন ঘনিয়ে এলো শাকিব-সোনালের প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’। ছবিটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত নির্মাতা অনন্য মামুন। সার্টিফিকেশন বোর্ড থেকেও ছাড়পত্র পেয়েছে এটি। আগামী মাসেই মুক্তি পেতে যাচ্ছে। তবে মামুন আরও একটি ইচ্ছা প্রকাশ করেছেন সিনেমাটি নিয়ে।
অনন্য মামুন সবসময় ভক্তদের চমক দিতে পছন্দ করেন। তেমনি এর আগে একটি প্রশ্ন ছুড়ে দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন নির্মাতা। তিনি লিখেছেন, ‘ধন্যবাদ আপনাদের মন্তব্যের জন্য। আমার ভালো লাগলো এই প্রথম কোনও সিনেমার গল্প নিয়ে এত আলোচনা হচ্ছে।’
দর্শকদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে অনন্য মামুন লেখেন, ‘তবে এটা বলতে পারি যতই গল্প মেলানোর চেষ্টা করেন লাভ হবে না। এক লাইন মেলাতে পারলে কোটি টাকা পুরস্কার।’
ছবিটির মূল চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। আগামী ১৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।
‘দরদ’ মূলত বাংলা ভাষায় মুক্তি পাওয়ার কথা রয়েছে। এরই মধ্যে হিন্দি ভাষায়ও ছবিটি মুক্তি দেওয়ার আগ্রহ প্রকাশ করলেন পরিচালক অনন্য মামুন। সামাজিক মাধ্যমে অনন্য মামুন জানালেন, হিন্দি ও বাংলা দুই ভাষাতেই ‘দরদ’ মুক্তি দিতে চান তিনি। তবে এ নিয়ে জানতে চেয়েছেন অনুরাগীদের অভিমত।
নির্মাতা ফেসবুক পোস্টে লিখেছেন, 'দরদ বাংলা হিন্দি দুই ভাষাতে বাংলাদেশে রিলিজ করতে চাই..আপনাদের মতামত কি?'- উত্তরে মন্তব্য ঘরে অনেকের মন্তব্য ছিল, ‘একমত’। একজন লিখেছেন, ‘যদি হল মালিকরা চায় তাহলে দিতে পারেন, তবে গ্রামের হল গুলোতে বাংলা ভাষাতে ভালো হবে।’ আরেক নেটিজেন লিখেছেন, দারুণ, তবে ডাবিং ভালো করার নিশ্চয়তা দিলে ঠিক আছে।
এর আগে শাকিব খানও তার ফেসবুকে ‘দরদ’-এর খবর জানিয়েছিলেন। নির্মাতার পোস্ট করা একই ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘দরদ’ ভরা ভালোবাসা নিয়ে সে আসছে।
প্রসঙ্গত, ‘দরদ’-এ শাকিবের সঙ্গে প্রথমবারের মতো পর্দায় দেখা মিলবে বলিউডের সোনালের। সিনেমায় শাকিব, সোনাল ছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন টালিউডের পায়েল সরকার। এছাড়াও রয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, সাফা মারিয়া, জেসিয়া ইসলামসহ অনেকে।