বিনোদন ডেস্ক : বলিউড পাড়ায় অভিনয়ের পাঠ ছুকিয়ে এবার হলিউডের মাটিতে নিদের শক্ত অবস্থান তৈরি করতে চলেছেন বলিউড অভিনেত্রীরা। একের পর এক যেন এই সারিটা দীর্ঘ থেকে আরো দীর্ঘতর হতে চলেছে। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছেন, বলিউড অভিনেত্রি এবং শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকলিন ফার্নান্ডেজ। এর আগে বলিউড থেকে হলিউডের পথে হেঁটেছেন দীপিকা-প্রিয়াঙ্কা।
সম্প্রতি একটি ছবির শুটিং শেষে তিনি নাকি ফাগুন থাকরারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। ওয়ার্নার ব্রাদার্সের প্রজেক্টের একটি হলিউড ফিল্মের পরিচালক ফাগুন। অনেক ক্ষণ তারা এক সঙ্গেই ছিলেন। আলোচনা হয় ফিল্ম, ফ্যাশন-সহ নানা বিষয়ে। তবে ফিল্মের নাম বা ফিন্মে জ্যাকলিনের ভূমিকা— কোনো কিছুই এখনো জানা যায়নি। তবে সব কিছু ঠিকঠাক ভাবে চলতে থাকলে হলিউড ফিল্মে এটাই হবে জ্যাকলিনের প্রথম সিনেমা।
এর আগে ‘কোয়ান্টিকো’ নামে এক সিরিয়ালে প্রিয়াঙ্কা নজর কেড়েছেন। প্রিয়াঙ্কার ঝুলিতে রয়েছে ‘বেওয়াচ’ নামে একটি হলিউড ফিল্মও। ‘থ্রি-এক্স’ নামে এক ফিল্মে দীপিকা পাডুকোনের অভিনয়ের খবর প্রকাশ্যে এসেছে। এর পরেই জ্যাকলিনের এই খবর।
১৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই