বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ০৩:৩২:২৯

মাঝেমধ্যে কিছু পকপক করেছ, এই যা, মার্ডার তো করো নাই, মার্ডার করছ? : ওমর সানি

মাঝেমধ্যে কিছু পকপক করেছ, এই যা, মার্ডার তো করো নাই, মার্ডার করছ? : ওমর সানি

বিনোদন ডেস্ক : শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি অনেক শিল্পী-কলাকুশলীরাও আত্মগোপনে রয়েছেন। কেউ দেশ ছেড়েছেন। কেউ বা দেশেই রয়েছেন গাঢাকা দিয়ে। আওয়ামী লীগ সরকারের পতনের দুই মাস পেরিয়ে গেলেও তাদের দেখা মিলছে না কোথাও। আটকে আছে অনেকের নানা রকম কাজও।

এমন অবস্থায় পালিয়ে থাকা শিল্পীদের উদ্দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওবার্তায় কিছু পরামর্শ দিয়েছেন চিত্রনায়ক ওমর সানি। গতকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) প্রকাশ হওয়া সেই ভিডিওতে তিনি বলেন, ‘যারা ফিল্ম এবং সংগীতের আর্টিস্ট, তাদের নিয়ে আজকে কথা বলব এবং যারা সরকার পতনের পর পালিয়ে আছ, লুকিয়ে আছ- তাদের উদ্দেশে। তোমাদের পালিয়ে থাকার তো দরকার নেই।

তোমরা দল করেছ, দলের সঙ্গে জড়িত ছিলে। মাঝেমধ্যে কিছু পকপক করেছ, এই যা। মার্ডার তো করো নাই, মার্ডার করছ? হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করেছ? জানি না। আমার মনে হয় পালিয়ে থাকার চেয়ে প্রকাশ্যে এসে কথা বলা উচিত।

কিছু মানুষ গালি দেবে, সেটা সহ্য করতে হবে। কিছু মানুষ বিদ্রূপ করবে, কিন্তু তোমাদের ভুলগুলো, দোষগুলো স্বীকার করতে হবে।’
চিত্রনায়ক আরো বলেন, পালিয়ে না থেকে আমার মনে হয় প্রকাশ্যে এসে তোমরা বলো যে আমরা অমুকটা করেছি, যা ঠিক হয়নি। অপরাধ করে থাকলে বিচার হবে, বড়জোর কিছুদিন রিমান্ডে থাকতে পারো। আমার তো মনে হয় না তোমাদের যে অপরাধ, তার জন্য ফাঁসি হবে।

তিনি বলেন, আমার ফিল্মের সহকর্মী, আর্টিস্ট, টেকনিশিয়ানস, তোমরা যারা পালিয়ে আছ, তোমাদের তো পালিয়ে থাকার দরকার নেই। প্রকাশ্যে এসে দরকার হলে জেলে যাও। জেলে তো রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি থেকে আমাদের মতো সাধারণ মানুষ, অনেকেই যায়। পালিয়ে থাকার চেয়ে জেলখানায় থাকাও ভালো।

নিজের সহকর্মীদের প্রতি সহানুভূতি জানিয়ে অভিনেতা আরো বলেন, একটা জিনিস তো সত্য, যে যে লাইনের মানুষ, সেই লাইনের মানুষের প্রতি তার তো একটা সফটকর্নার কাজ করেই। আমরা কেউ দোষের ঊর্ধ্বে না। আমাদের দোষ থাকতে পারে, কেউ দোষের ঊর্ধ্বে না। তাই বলি, লুকিয়ে থেকে লাভ নেই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে