বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ১২:৩৪:৫৪

বিকট শব্দে হোটেলের তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে জনপ্রিয় গায়কের মৃত্যু

বিকট শব্দে হোটেলের তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে জনপ্রিয় গায়কের মৃত্যু

বিনোদন ডেস্ক : ব্রিটিশ সংগীতশিল্পী ও জনপ্রিয় ব্যান্ড ওয়ান ডিরেকশনের সদস্য লিয়াম পেইন মারা গেছেন। বুধবার (১৬ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৫ টায় আর্জেন্টিনার বুয়েনস এইরেসের একটি হোটেলের বাইরে মৃত অবস্থায় পাওয়া গেছে তাকে।

সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, পুলিশের বিবৃতিতে বলা হয়েছে ৩১ বছর বয়সী লিয়াম হোটেলের তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে যাওয়ার পর মারা গেছেন। ধারণা করা হচ্ছে, মাদ''ক বা অ্যা''লকো''হলের প্রভাবে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন পেইন।
এরপর হোটেলের বারান্দা থেকে লাফিয়ে পড়েন। 

হোটেল ম্যানেজার জানিয়েছেন, তিনি হোটেলের পেছনে একটি বিকট শব্দ শুনেছেন। পুলিশ সেখানে পৌঁছে দেখতে পায়, একজন সেখানে বাইরে পড়ে আছেন।

জানা গেছে, গত ২ অক্টোবর আর্জেন্টিনায় একটি কনসার্টে অংশ নিতে গিয়েছিলেন গায়ক।

এরপর দেশটিতেই অবস্থান করছিলেন তিনি। পেইনের মৃত্যুর খবরে সেই হোটেলের বাইরে অসংখ্য ভক্ত ভিড় জমান। গায়কের এমন অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা।  ওয়ান ডিরেকশন ব্যান্ডের কম্পোজার ও গিটারিস্ট ছিলেন পেইন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে