বিনোদন ডেস্ক : বলিউড ভাইজান সালমান খান শুধু পর্দাতেই নন, পর্দার বাইরেও তিনি একজন হিরো। যাকে বলা যায় রিয়েল হিরো। আর এই খেতাবটি তিনি পেয়েছেন তার মহানুভবতার জন্য।
সালমান খান প্রায় সময় তার ‘বিয়িং হিউম্যান’ দাতব্য সংস্থার মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন কাজে সাহায্য সহযোগিতা করে থাকেন। এবার সেই ধারাবাহিকতায় সালমান খান গরিব একজন কাঠমিস্ত্রীর ১৬ বছর বয়সী মেয়ের চিকিৎসার সাহায্যে এগিয়ে এসেছেন তিনি।
শ্যাম কানাইয়া চৌহান নামের ওই ব্যক্তি ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লোয়েসের (এফডাবি্লউআইসিই) একজন সহকারী কাঠমিস্ত্রী। তার ১৬ বছরের মেয়ের হার্টের সার্জারির জন্য অর্থের প্রয়োজন হলে 'এফডাবি্লউআইসিই'-এর মাধ্যমে সালমানের দাতব্য সংস্থাতে আর্থিক সাহায্যের আবেদন করেন তিনি। এতে সাড়া দিয়ে এগিয়ে আসে সালমান খানের সংস্থাটি।
শ্যাম কানাইয়া চৌহান একজন দিনমজুর। তিনি দিনে ৭৫০ রুপি আয় করেন। চৌহান আরো কয়েকজনের কাছে সাহায্যের আবেদন করেছিলেন। তবে ‘হিউম্যান বিয়িং’ সাহায্য করার পরই মেয়ের চিকিৎসা চালিয়ে যাচ্ছেন তিনি।
১৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন