বিনোদন ডেস্ক : সম্প্রতি এক অনুষ্ঠানে বলিউড ভাইজান সালমান খান জানিয়েছিলেন, তিনি চার পাঁটা সন্তানের বাবা হতে চান। তবে সেটা কিভাবে? তা তিনি খোলাসা করেননি। এরমধ্যে সালমানের প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনাও বলেছেন, তিনি মা হতে চান!
আগে এবং পরে সাবেক এই প্রেমিক যুগলের মন্তব্য প্রায় একই হয়ে যাওয়া নিয়ে বলিউডে চলছে নানা জল্পনা। অনেকেই ভেবে অবাক হচ্ছেন, তাদের দু’জনের ভাবনা কি করে এক হল! তাহলে কি তাদের অন্য কোন পরিকল্পনা আছে?
সালমান খান বর্তমানে ৫০ বছর পেরিয়ে। তারপরও তিনি অবিবাহিত। ক্যাটরিনাও বিয়ে করেন নি। আর এই দু’জন এক সময় চুটিয়ে প্রেম করেছেন। এরপর তাদের ব্রেকআপ হলে ক্যাটরিনা জড়িয়ে পরেন রণবীর কাপুরের সাথে। চার বছর রণবীরের সাথে প্রেম পর্ব চুকিয়ে এখন একাই আছেন ক্যাট সুন্দরী।
তবে রণবীরের সাথে বিচ্ছেদের পর থেকে ক্যাটরিনা তার সাবেক প্রেমিক সালমান খানের সাথে বেশ ঘনিষ্ঠ হয়েই চলা ফেরা করছেন। সালমানও ক্যাটরিনা পাশাপাশি থাকতে চাচ্ছেন। এমনকি তারা মধ্যরাতেও বেড়িয়ে যাচ্ছেন লং-ড্রাইভে।
তাদের এই কাছে আসা নিয়ে বলিউডে জোর গুঞ্জন চলছে অনেকদিন ধরে। কেউ কেউ মনে করছেন, সালমানের সাথেই হয় তো গাঁটছড়া বাঁধতে চলেছেন ক্যাটরিনা। তবে এমন জল্পনা আরও বেশি উস্কে দিয়েছে তাদের দু’জনের একই রকম মন্তব্য।
তাই এখন বলিউড অপেক্ষায় আছে সালমান ক্যাটের শেষ পরিণতি কি হয় দেখার জন্য। ততদিন অপেক্ষা ছাড়া আর কিছুই করার নেই। কেন না, তারা কেউই এসব নিয়ে মা্থা ঘামাচ্ছেন না।
১৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন