বিনোদন ডেস্ক : ফেসবুকে নিষিদ্ধ হয়েছেন বিশিষ্ট গায়ক কবীর সুমন। ছাত্র আন্দোলনের পক্ষে গান লেখার অপরাধে তিনি নিষিদ্ধ হন। সম্প্রতি ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়া ছাত্র আন্দোলনের পক্ষে গান লেখার জন্যই বিজেপি সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি তার অনুরাগীদের।
এ ঘটনায় কবীর সুমনের ফেসবুক বন্ধ করে দেয়া হয়। তবে টানা ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর বিভিন্ন মহলের প্রবল সমালোচনার মুখে সুমনের ফেসবুক খুলে দেয় ফেসবুক কর্তৃপক্ষ।
এদিকে এবারও তার ব্যতিক্রম হয়নি। ছাত্র আন্দোলন প্রেক্ষিতে যখন উত্তাল সারা দেশ। ঠিক তখনই এক প্রতিবাদী গান লিখে ফেললেন কবীর সুমন। আর এরপরই অনেকের রোষানলে তিনি। তারই ফলাফল ফেসবুক নিষিদ্ধের ঘটনা।
প্রসঙ্গত এ বছর জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে একদল শিক্ষার্থীর আফজাল গুরুর ফাঁসি কার্যকরের বর্ষপূর্তি পালনকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে ভারত। বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীদের আফজাল গুরুকে ফাঁসিতে ঝোলানোর বিরুদ্ধে স্লোগান দেওয়া এবং রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডের অভিযোগ তুলে মামলা দায়ের করেন বিজেপি নেতা মহেশ গিরি ও বিজেপির ছাত্র শাখা এবিভিপি।
১৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন