বিনোদন ডেস্ক : করণ জোহর, তিনি বলিউডের স্বনামধন্য একজন নির্মাতা। অনেব ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন এই নির্মাতা। এবার তিনি নতুন চমক নিয়ে ফিরছেন বলিউডে। উপহার দিতে চলেছেন নতুন এক জুটি। যার ফলে বলিউড সম্পূর্ণ নতুন এক জুটি পেতে যাচ্ছে।
জানা গিয়েছে, বলিউড নবাব সাইফ আলী খানের মেয়ে সারা আলী খান ও শহীদ কাপুরের ছোট ভাই ইশান খাট্টারকে বড়পর্দায় হাজির করতে চলেছেন করণ জোহর। তাদের নিয়ে নতুন একটি ছবি নির্মাণ করতে চলেছেন তিনি।
ছবির নাম এখনও ঠিক না হলেও সূত্রের খবর ছবিতে প্রধান দু’টি চরিত্রে অভিনয় করবেন সারা আলী খান এবং ইশান খাট্টার।
শোনা যাচ্ছে, নতুন এই জুটি নিয়ে দু’জনের পরিবারের তরফ থেকে কোনও বাধা তো আসেইনি বরং উৎসাহই দেওয়া হচ্ছে। এই নতুন জুটিকে বড়পর্দায় ঠিক কবে নাগাদ দেখতে পাওয়া যাবে, তা এখনও স্পষ্ট নয়। তবে এ বছরই শ্যুটিং শুরু হবে বলে খবর পাওয়া গেছে।
১৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন