শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬, ১২:৩১:০৫

এ যেন নতুন এক ঐশ্বরিয়া

এ যেন নতুন এক ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক : গ্লামার লুক ছেড়ে এবার একেবারেই সাদাসিধে রূপে পর্দায় হাজির হচ্ছেন ঐশ্বরিয়া রাই। তার আসন্ন ছবি ‘সরবজিত’ এ তাকে একদম নতুন রূপে দেখা যাবে। এখানে তিনি একজন উকিলের ভূমিকায় অভিনয় করেছেন।

‘সরবজিত’ ছবিতে তাকে একেবারেই সাধারণ এক গ্রাম্য নারীর রূপে দেখা যাবে। সম্প্রতি এই ছবিতে ঐশ্বরিয়ার চরিত্রটি দেখতে কেমন হবে তার এক ঝলক প্রকাশ করেছে ছবিটির অফিশিয়াল ওয়েবসাইট।

একদম সাদাসিধে বেশভূষা, কোনো সাজগোজ নেই, চুলও খুব সাধারণভাবে বাঁধা, মাথায় ঘোমটা টানা এক গ্রামীণ নারী রূপেই ‘সরবজিত’র ফার্স্ট লুকে দেখা গেল ঐশ্বরিয়া রাইকে।

উমাঙ্গ কাপুরের নতুন ছবি ‘সরবজিত’-এ সরবজিত সিংয়ের বোন দলবীর কৌরের চরিত্রটি করছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। সরবজিত সিং ছিলেন একজন কৃষক, যিনি ভারত-পাকিস্তান সীমান্তে সন্ত্রাসবাদ এবং গুপ্তচরবৃত্তির দায়ে পাকিস্তানের জেলে বন্দী হন। দীর্ঘদিন জেলে আটক থাকার পর সেখানেই মৃত্যু হয় তার।

এই ছবিতে সরবজিতের গল্পটি বলবেন তাঁর বোন দলবীর কৌর। ছবিতে সরবজিত সিংয়ের চরিত্রে দেখা যাবে বলিউড তারকা রনদ্বীপ হুদাকে।

চরিত্রের ভেতরে পুরোপুরি ডুবে যাওয়ার জন্য ঐশ্বরিয়া বাস্তবের দলবীরের সঙ্গেও দেখা করেছেন। ভাইয়ের মুক্তির জন্য যিনি দিনের পর দিন সংগ্রাম করে গেছেন। তার এই সংগ্রামের কাহিনিই সিনেমায় ফুটিয়ে তুলবেন ঐশ্বরিয়া।
১৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে