বিনোদন ডেস্ক : বলিউড কুইন কঙ্গনা রানাউত নাকি ইংরেজিতে খুবই অদক্ষ। এমন কি তার ইংরেজি উচ্চারণগুলো ভুল হয়। এমন কথা অবশ্য আর কেউ না, কঙ্গনা নিজেই এ কথা স্বীকার করেছেন।
কঙ্গনা বলেন, বলিউডে আমি মনে হয় সবচেয়ে বেশি দুর্বল ইংরেজি বলি। আমি জানি আমার বেশিরভাগ ইংরেজি উচ্চারণ হয় না। আর এ কারণে আমি হিন্দি বলতে খুব পছন্দ করি। ইংরেজি কিন্তু আমি ছোটবেলা থেকেই পড়েছি, শিখেছি। কিন্তু আমি এটা কখনই রপ্ত করতে পারিনি। তাই এ বিষয়টি নিয়ে আমি নিজেই মাঝে মধ্যে বিব্রতবোধ করি। তবে আমি চেষ্টা করছি ইংরেজিটা আরও ভালো করতে। দেখা যাক কি হয়।
এদিকে নিজের ইংরেজি দুর্বলতার এমন বক্তব্যের মাধ্যমে ব্যাপক আলোচনায় চলে এসেছেন কঙ্গনা। ভারতীয় মিডিয়াগুলো প্রচার করে তার এ বক্তব্য।
তবে জানা গেছে শুদ্ধ ইংরেজি উচ্চারণ শেখার জন্য একজন ব্যক্তিগত শিক্ষক নিয়োগ করেছেন কঙ্গনা। প্রতিদিনই এক ঘণ্টা করে তার কাছ থেকে ইংরেজি শিখছেন তিনি।
১৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন