বিনোদন ডেস্ক : পাহাড় থেকে নামতে গিয়ে হঠাৎ ব্যালেন্স হারিয়ে পড়ে আহত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সিলেটে পাহাড় থেকে পড়ে আহত হয়েছেন তিনি।
আজ শুক্রবার দুপুরে সেখানকার খাদিম পাড়া অঞ্চলের একটি পাহাড়ে এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, উঁচু পাহাড় থেকে নামছিলেন মিম। হঠাৎ ভারসম্য হারিয়ে ফেলেন তিনি। পায়ে প্রচণ্ড ব্যথাও পেয়েছেন তিনি। আহত হওয়ার বিষয়টি মিম তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন।
তাতে তিনি লিখেছেন, পাহাড় থেকে নামতে গিয়ে হঠাৎ ব্যালেন্স হারিয়ে পড়ে যাই। প্রচণ্ড ব্যথা পেয়েছি পায়ে। দাঁড়াতে খুব কষ্ট হচ্ছে। সবাই আমার জন্য দোয়া করবেন।
এদিকে ফেসবুকে বিষয়টি জানানোর সঙ্গে সঙ্গে মিমের ভক্তদের মাঝে হইচই পড়ে যায়। সবাই তার সুস্থতা কামনা করেন।
বর্তমানে তারেক শিকদারের পরিচালনায় ‘দাগ’ ছবিতে অভিনয় করছেন মিম। এ ছবির শুটিংয়েই সিলেটে অবস্থান করছেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। ছবিটিতে মিমের ছোটবোনের চরিত্রে অভিনয় করছেন আঁচল।
১৯ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম