শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬, ০৩:১১:৩৪

প্রেমিকা লুলিয়ার জন্য হিন্দি শিক্ষক রাখলেন সালমান!

প্রেমিকা লুলিয়ার জন্য হিন্দি শিক্ষক রাখলেন সালমান!

বিনোদন ডেস্ক : রোমানিয়ার মডেল লুলিয়া ভান্তুরের সাথে আসলে কি সম্পর্ক সালমান খানের? এ রহস্য আজও ভেদ করা সম্ভব হয়নি। তবে কারো কাছে তারা বন্ধু আবার কারো কাছে তারা প্রেমিক প্রেমিকা।

এদিকে মাঝে মাঝে সালমান খানের আচরণেও বুঝা যায় লুলিয়াই তার প্রেমিকা। যেমন কিছুদিন আগে একবার লুলিয়াকে গাড়ি কিনে উপহার দিয়েছেন। আর এবার লুলিয়াকে হিন্দি ভাষা শেখানোর জন্য সালমান খান নিজেই শিক্ষক রেখেছেন। আর এতে করে তাদের সম্পর্ক নিয়ে জল্পনাটা যেন আরও একমাত্রা বেড়ে গেল।

তবে শোনা যাচ্ছে, লুলিয়া ভান্তুর নাকি বলিউযে স্থায়ী হতে চাচ্ছেন। এখানেই তিনি নাকি ক্যারিয়ার গড়ার কাজে মনোনিবেশ করবেন। আর তাই তিনি হিন্দি শেখার জন্য আগ্রহী। তবে কি সালমান খানের পরামর্শেই তিনি এখানে স্থায়ী হতে চাইছেন? এ প্রশ্নটা কিন্তু এখন সবার মাঝেই।

অন্যদিকে কেউ বলছেন, হিন্দি শেখার সবচেয়ে বড় কারণ হতে পারে সালমান এবং তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা। কারণ হিন্দিতে বিন্দুমাত্র দক্ষতা নেই লুলিয়ার। তাই সালমানের বিভিন্ন পার্টিতে গেলে কারো সঙ্গে ভালোভাবে কথাও বলতে পারেন না তিনি।

লুলিয়ার হিন্দি শেখা সম্পর্কে সালমানের একজন বন্ধু বলেন, ‘সালমান তার (লুলিয়া) জন্য একজন হিন্দি শিক্ষক নিযুক্ত করেছেন। এটি তার ক্যারিয়ার গড়ার প্রস্তুতি কিনা তা আমরা জানি না। ধারণা করছি এটাই হবে। তবে এটি তাকে সালমানের পরিবার এবং বন্ধুদের সঙ্গে যোগাযোগের ব্যাপারে সাহায্য করবে।’
১৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে