শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬, ০৩:৪৪:৪৬

আফ্রিকানদের কণ্ঠে অমর একুশের গান

আফ্রিকানদের কণ্ঠে অমর একুশের গান

বিনোদন ডেস্ক : বুকের রক্ত ঢেলে দিয়ে ভাষার অধিকার নিশ্চিত করা জাতি ক’টা আছে? না নেই। একমাত্র বাংলাদেশই সেই গৌরবময় সম্মান অর্জন করেছেন। বুকের রক্ত ঢেলে দিয়ে কণ্ঠে তুলে নিয়েছেন মায়ের ভাষা।

আর এই ভাষার প্রেমেই এবার পড়েছেন অফ্রিকান সিয়েরা লিওনের আধিবাসারাও। জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা তাদের মন জয় করে নিয়েছেন। আর এই প্রেমের কারণে সিয়েরা লিওনের অধিবাসীরা প্রাণ থেকে বাংলাকে আপন করে নিলেন। এবং বাংলা ভাষাকে  করে নিলেন তাদের দ্বিতীয় ভাষা।

বাংলা ও আফ্রিকান ভাষায় সিয়েরা লিওনের শিল্পীরা একসুরে গেয়েছেন আবদুল গাফফার চৌধুরী কথায় আলতাফ মাহমুদের সুরে আমাদের প্রাণের সেই গান- ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’।

সিয়েরা লিওনের শিল্পীদের গাওয়া গানটি নিয়ে দেশের শীর্ষস্থানীয় মোবাইল প্রতিষ্ঠান গ্রামীণফোনের উদ্যোগে তৈরি হয়েছে একটি নতুন বিজ্ঞাপনচিত্র। এর নির্দেশনা দিয়েছেন অমিতাভ রেজা।
১৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে