শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ১১:১২:৪৪

হৃদরোগে আক্রান্ত হয়ে জনপ্রিয় তারকা অভিনেত্রীর মৃত্যু

হৃদরোগে আক্রান্ত হয়ে জনপ্রিয় তারকা অভিনেত্রীর মৃত্যু

বিনোদন ডেস্ক : কোরিয়ান খ্যাতিমান প্রবীণ অভিনেত্রী কিম সো-মি মারা গেছেন। শুক্রবার (২৫ অক্টোবর) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৭৫ বছর বয়স হয়েছিল এ অভিনেত্রীর।

সংবাদমাধ্যম দ্য কোরিয়া টাইমসের প্রতিবেদন অনুযায়ী পুলিশ জানিয়েছে, কিম সো-মিকে বাড়িতে অচেতন অবস্থায় দেখতে পান তার ছেলে। পরে ভোর চারটার দিকে দক্ষিণ সিউলের সিউল সেন্ট মেরি’স হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন অভিনেত্রীকে। এ অবস্থায় মৃত্যুর সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

১৯৭১ সালে এমবিসি টেলিভিশনে অভিনয় ক্যারিয়ার শুরু করেন কিম সো-মি। এরপর অনবদ্য অভিনয়গুণে শত শত টেলিভিশন সিরিজ এবং সিনেমায় দাপটের সঙ্গে কাজ করে গেছেন তিনি। অভিনয়ে এতটাই এগিয়ে ছিলেন কিম সো-মি, যে তার সময়কালে অন্যতম প্রধান অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন ইন্ডাস্ট্রিতে।

প্রায় বিশ বছরের জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘কান্ট্রি ডায়েরিজ’ (১৯৮০-২০০২)-এ একজন একক গ্রাম্য মায়ের চরিত্রে অভিনয় করে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছিলেন অভিনেত্রী কিম সো-মি।

ত্রিশ বছর বয়সী নারী হয়েও ‘কান্ট্রি ডায়েরিজ’ সিরিজে একজন বয়স্ক নারীর চরিত্রে অভিনয় করিছলেন তিনি। আইকনিক ভূমিকা এবং সেরা পারফরম্যান্সের জন্য ১৯৮৬ সালে এমবিসি ড্রামা অ্যাওয়ার্ড গ্র্যান্ড প্রাইজ অর্জন করেন।

সবশেষ ২০২৩ সালে কমেডি ফ্র্যাঞ্চাইজি সিনেমা ‘ম্যারিং দ্য মাফিয়া: রিটার্নস’ সিনেমায় দেখা গেছে তাকে। এতে একটি গ্যাং পরিবারের প্রধানের চরিত্রে অভিনয় করেছেন তিনি। দেখা যায়, তার ছোট মেয়ে বিয়ে করবেন না বলে প্রতিজ্ঞাবদ্ধ হয় এবং তাকে ইতিবাচকভাবে রাজি করানোর চেষ্টা করেন কিম সো-মি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে