বিনোদন ডেস্ক : সাধারণত কমেডি ঘরানার অভিনয়ে দেখা মেলে অভিনেতা মোশাররফ করিমের। তবে এবার সে প্রথা ভেঙে নতুন এক রূপে হাজির হয়েছেন অভিনেতা। নতুন একটি ওয়েব সিরিজে ভৌতিক রহস্য নিয়ে হাজির হয়েছেন অভিনেতা।
মোশাররফ করিম অভিনীত ভৌতিক ঘরানার নতুন ওয়েব সিরিজের নাম ‘আধুনিক বাংলা হোটেল’। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাবে নতুন সিরিজটি।
এ প্রসঙ্গে চরকির ফেসবুক পেজ জানিয়েছে, খুব শিগগিরই তাদের প্লাটফর্মে আসছে নতুন ওয়েব সিরিজ ‘আধুনিক বাংলা হোটেল’।
শুক্রবার (২৫ অক্টোবর) এই কনটেন্টের একটি পোস্টার প্রকাশ করেন তারা। ওই পোস্টারে দেখা মেলে মোশাররফ করিমের।
পোস্টারের নিচে লেখা ‘বোয়াল মাছের ঝোল’, ‘খাসির পায়া’ এবং ‘হাঁসের সালুন’। এগুলো নতুন ওয়েব সিরিজের তিনটি পর্বের নাম। তিন সপ্তাহে পর্যায়ক্রমে এই তিনটি পর্ব প্রচারিত হবে চরকিতে।
প্রসঙ্গত, গত জুলাইয়ে নতুন সিরিজটির ঘোষণা দেয় চরকি। কাজী আসাদ নির্মিত নতুন ওয়েব সিরিজ ‘আধুনিক বাংলা হোটেল’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছন মোশাররফ করিম। তবে অভিনেতার সঙ্গে অভিনয় করা অন্য অভিনয়শিল্পীদের নাম এখনও জানা যায়নি।