বিনোদন ডেস্ক : বলিউডের সব থেকে আলোচিত ছিল শহীদ কাপুরের বিয়ে। এ বিয়ে নিয়ে দীর্ঘদিন পর্যন্ত চলেছিল জল্পনা কল্পনা। এরপর মহা ধুমধামে গেল বছরের জুলাই মাসে কলজ পড়ুয়া মীরা রাজপুতকে বিয়ে কেরন বলিউডের এই হাটথ্রব অভিনেতা।
এদিকে এই অভিনেতার বিয়ের সাত আট মাস যেতে না যেতেই পাওয়া গেল খুশির খবর। শোনা যাচ্ছে বাবা হতে যাচ্ছেন শহীদ কাপুর। ভুল নয়, সত্যি সত্যি তিনি প্রথম সন্তানের বাবা হতে চলেছেন।
এমন আনন্দের সংবাদ ভারতের শীর্ষস্থানিয় সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত হয়। সংবাদ মাধ্যমগেুলো শহীদ কাপুরের বাবা হওয়ার খবরটি নিশ্চত করেছেন বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে। তবে শহীদ কিংবা মীরার পরিবার থেকেও এখন পর্যন্ত তাদের প্রথম সন্তান হওয়ার খবরটি নিশ্চিত করেনি।
১৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন