শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:০৭:০৯

ক্যান্সার আক্রান্ত ছেলেকে নিয়ে ইমরান হাশমির লড়াই

ক্যান্সার আক্রান্ত ছেলেকে নিয়ে ইমরান হাশমির লড়াই

বিনোদন ডেস্ক : ইমরান হাশমির ছেলে ছ’বছরের আয়ান। সে খুব বীর। এক আশ্চর্য অ্যাডভেঞ্চারের নায়কও সে। ক্যান্সার নামের এক দানবের সঙ্গে তার লড়াই নিত্য।

এমনভাবেই কি কাহিনির সূত্রপাত ঘটিয়েছেন আয়ানের বাবা ইমরান হাশমি? তার প্লে-বয় ইমেজ থেকে অনেক দূরে এই ভুবন। সেখানে সমুদ্রতীর নেই, বিকিনির ঝাঁক নেই, নেই নেপথ্যে বেজে যাওয়া পিয়ানোর কর্ড প্রগ্রেশনে নারীকণ্ঠে শ্বাসাঘাত। সেই পৃথিবীর প্রধান বাসিন্দা তার একমাত্র সন্তান আয়ান।

আয়ানের ফার্স্ট স্টেজ ক্যান্সার ধরা পড়ে বছর দু’য়েক আগে। তার পরে শুরু হয় সেই কালো হুড পরা ভিলেনের সঙ্গে তার সংগ্রাম। বাবা সেই সংগ্রামের কাহিনিতে অবশ্যই একজন কুশীলব। আয়ান আর ইমরানের নিজস্ব গল্প সেটা। অনেক পাহাড় ডিঙিয়ে, অনেক কাঁটা-বিছানো পথ পেরিয়ে এক সময়ে দেখা গেল সেই হুড পরা কালো ছায়াটা উধাও।

আয়ানের ক্যান্সার বিজয় নিয়েই কলম ধরেছেন ইমরান। সম্প্রতি তিনি টুইট করে জানালেন, এই কাহিনিতে তিনি নিয়ে এসেছেন এক সুপারহিরোকে। ‘দ্য কিস অফ লাইফ: হাউ আ সুপারহিরো অ্যান্ড মাই সন ডিফিটেড ক্যান্সার’ নামের এই বইটির জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন সহ-লেখক বিলাল সিদ্দিকি এবং প্রকাশনা সংস্থা পেঙ্গুইন ইন্ডিয়া-কে। সেই সঙ্গে জানিয়েছেন, বইটি পাওয়া যাবে ইংরেজি, হিন্দি এবং মারাঠী ভাষায়।
১৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে