বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ গানের জগতেও পরিচিত হয়ে উঠেছেন। তাহসানের সঙ্গে গান গেয়ে নিজের প্রতিভা বিকশিত করেছেন এই অভিনেত্রী। তবে বিদেশ ভ্রমণে গিয়ে খালি গলায় গান গেয়ে কটাক্ষের শিকার হয়েছিলেন তিনি। তবে অভিনয় দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তাসনিয়া ফারিণ।
ফেসবুকে সবসময় সরব থাকেন জনপ্রিয় এই অভিনেত্রী। কোনো কাজের খবরসহ ব্যক্তিগত ছবিও সোশ্যাল মাধ্যমে প্রকাশ করেন তিনি। এবার ছোটবেলার একটি ছবি প্রকাশ করে অনুসারীদের কুইজ দিয়েছেন ফারিণ। ছবিটি স্কুলে পড়াকালীন সময়ের। তবে তাকে চিনতে বেশ কষ্টসাধ্য হচ্ছে ভক্তদের।
মন্তব্যের ঘরে অনেকে হাল ছেড়ে দিয়েছেন তাকে চেনার। একজন লিখেছেন, ‘আমাদের পক্ষে খুজে পাওয়া প্রায় অসম্ভব! কারণ আমরা আপনাকে খুব ছোট থেকে চিনিনা।’
অন্য একজন লিখলেন, ‘পেছনে দাঁড়ানো লম্বা মাথায় ব্যান্ড পরা।’ একজন চেনার চেষ্টা করে লিখলেন, ‘সবার নিচের লাইনের ডান থেকে ২ নাম্বার।’
চলতি বছর এপ্রিলে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে প্রকাশিত হয় তার গাওয়া প্রথম গান ‘রঙে রঙে রঙিন হব’। কবির বকুলের কথায় গানটির সুর-সংগীত করেন ইমরান মাহমুদুল।
ফারিণের সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছিল তাহসান। অন্তর্জালে গানটি অসামান্য জনপ্রিয়তা পেয়েছিল। উঠে এসেছিল ইউটিউবের গ্লোবাল ট্রেন্ডিংয়েও। সে সময়ই ফারিণ জানিয়েছিলেন, গানটা নিয়মিত করবেন।
সম্প্রতি তার কথারই প্রমাণ মিলল ফেসবুকে। দুটি ছবি পোস্ট করে ইমরান জানান, ফের গানে কণ্ঠ দিয়েছেন ফারিণ। এবারও সুর-সংগীতের কাজটি সামলেছেন ইমরান। তবে নতুন গানটি একক নাকি দ্বৈত, সে বিষয়ে কিছু জানাননি।
তাসনিয়া ফারিণ মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ওয়েব ধারাবাহিক ‘লেডিজ অ্যান্ড জেন্টলমেন’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দেন। একই বছর মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব চলচ্চিত্রে কথা চরিত্রে অভিনয় করেন। ফারিণ কলকাতার চলচ্চিত্র নির্মাতা অতনু ঘোষ পরিচালিত ‘আরো এক পৃথিবী’ চলচ্চিত্র অভিনয়ের মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রে অভিষেক করেন। তাছাড়া তিনি অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকের কাছে সমাদৃত হয়েছেন।