শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬, ০৬:১৯:৩০

অতঃপর প্রীতির বিয়ে পাকা

অতঃপর প্রীতির বিয়ে পাকা

বিনোদন ডেস্ক : অবশেষে জানা প্রীতি জিনতার বিয়ের পাকা খবর জানা গেল। এখন আর জল্পনা নয়। সত্যি সত্যিই বিয়ে করছেন প্রীতি জিনতা। তিনি তার প্রেমিক জিন গুডএনাফকে বিয়ে করছেন।

আগামী এপ্রিলে লস অ্যাঞ্জেলেসে প্রীতি ও জিনের চারহাত এক হচ্ছে। একান্ত নিজস্ব পরিসরের মধ্যে বিয়ের অনুষ্ঠানটি হবে। জিন একজন প্রথমসারির আর্থিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা। মার্শাল স্কুল অফ বিজনেসের স্নাতক জিন বর্তমানে আমেরিকার জলবিদ্যত্ প্রকল্প কোম্পানি এনলাইন এনার্জির ভাইস প্রেসিডেন্ট অফ ফিনান্স।

প্রীতির ভাই মণীষ ও তার পরিবার লস অ্যাঞ্জেলেসে থাকেন। বেশ কয়েক বছর আগে সেখানে গিয়ে জিনের সঙ্গে আলাপ হয় ‘বীর-জারা’-র নায়িকা।
প্রীতির ঘনিষ্ঠ এক সূত্র মারফত্ এপ্রিলে বিয়ের বিষয়টি জানা গেছে। গীর্জায় একান্ত ব্যক্তিগত ওই অনুষ্ঠানে দুজনের পরিবারের লোকজন ও কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু উপস্থিত থাকবেন।

এরপর রাজপুত ঐতিহ্য অনুযায়ী ধূমধাম সহকারে বিয়ের অনুষ্ঠান হবে। প্রায় তিন-চারদিন ধরে অনুষ্ঠান চলবে। বিয়ে, সঙ্গীত,মেহেন্দি সমস্ত প্রথাই পালন করা হবে। এটা যে একটা মেগা ইভেন্ট হতে চলেছে, তা বলাই বাহুল্য। মুম্বইয়ে ওই অনুষ্ঠান হবে। ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথমসারির ব্যক্তিত্বরা অনুষ্ঠানে যোগ দেবেন।

জানা গেছে, বিয়ে, সঙ্গীত ও মেহেন্দি অনুষ্ঠানে প্রীতি তার ঘনিষ্ঠ বন্ধু সুরিলি গোয়েল বা মণীষ মালহোত্রর ডিজাইন করা পোশাক পরবেন।
১৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে