বিনোদন ডেস্ক: সালমান খান যেন বিপদ থেকে উদ্ধার হতেই পারছেন না। বলিউড সুপার স্টারের বিরুদ্ধে করা আলোচিত সেই ‘হিট অ্যান্ড রান’ মামলায় এবার সালমানকে নোটিশ পাঠিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।
সালমানের বিরুদ্ধে গত বছর উক্ত মামলায় বোম্বে হাইকোর্টের দেয়া অব্যাহতি চ্যালেঞ্জ করে মহারাষ্ট্র সরকারের এক অাবেদনের প্রেক্ষিতে ওই নোটিশ পাঠানো হলো। বিচারপতি জগজিত সিং খেহার ও সি নাগাপ্পানের একটি বেঞ্চ সালমানকে আজ এ নোটিশ পাঠায়। সালমানকে আগামী ছয় সপ্তাহের মধ্যে এ নোটিশের জবাব পাঠাতে হবে। খবর টাইমস অব ইন্ডিয়ার
গত বছরের ১০ ডিসেম্বর বোম্বে হাইকোর্ট ২০০২ সালের ওই মামলায় সালমানকে সব অভিযোগ থেকে বেকসুর খালাস দেন। তবে মহারাষ্ট্র সরকার চলতি বছরের শুরুর দিকে বোম্বে হাইকোর্টের দেয়া রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একটি্ আবেদন করেন। এর প্রেক্ষিেতেই এই অভিনেতাকে আজ উকিল নোটিশ দেয়া হলো।
১৯ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম