শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:১৬:৫৩

প্রিয়াঙ্কা এবার বিগ ফাইটের সেই রকের সঙ্গে

প্রিয়াঙ্কা এবার বিগ ফাইটের সেই রকের সঙ্গে

বিনোদন ডেস্ক: বলিউডের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া হলিউডের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। খবরটি নিশ্চয় ইতিমধ্যে জেনে গেছেন। তবে আপনি জানেন কি, হলিউডে প্রিয়াঙ্কা কোন অভিনেতার সঙ্গে অভিনয় করবেন? তবে আর বলছি কি, প্রিয়াঙ্কা এবার অভিনয় করবেন ডাব্লিউ ডাব্লিউ খ্যাত ‘দ্য রক’-এর সঙ্গে।

প্রিয়াঙ্কা অবশ্য বলিউডবাসীর মন জয় করেছিলেন ১৮ বছর বয়সে মিস ওয়ার্ল্ড হওয়ার মধ্য দিয়ে। এরপর একের পর এক হিট ছবি উপহার দিয়ে সাফল্য পেতে থাকেন। সেই সাফল্যে হলিউডে তিনি এবার 'বেওয়াচ' নামে একটি ছবিতে খলনায়িকার চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন।
 
২০১৭ সালে মে মাসের দিকে ছবিটি মুক্তি পেতে পারে। নব্বইয়ের দশকের বিখ্যাত টেলিসিরিজ বেওয়াচ অবলম্বনে তৈরি হচ্ছে 'বেওয়াচ' ছবি। পরিচালনা করবেন সেথ জর্ডন। ২০০৯ সালে পিঙ্ক প্যান্থার টু ছবিতে দেখা গিয়েছিল ঐশ্বরিয়া রায়কে। তার সাত বছর পর ফের কোনও বলিউড অভিনেত্রীকে দেখা যাবে হলিউড ছবিতে।
১৯ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে