শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:২৩:২২

বলিউড কাঁপাবে শ্রীদেবী কন্যা!

বলিউড কাঁপাবে শ্রীদেবী কন্যা!

বিনোদন ডেস্ক : দক্ষিণ ভারত থেকে এসে বলিউডে আধিপত্য বিস্তার করেছিলেন শ্রীদেবী।  দীর্ঘ বছর পেরিয়ে গেলেও তার ভক্তকূলে কোনো ভাটা পড়েনি।  ৫২ বছর বয়সেও তিনি সুপার হট।  হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালয়ালম কন্নড় সব ভাষার সিনেমাতেই চুটিয়ে অভিনয় করেছেন শ্রীদেবী।  

এবার তাকে অনুসরণ করে বলিউড কাঁপাতে আসছেন তার মেয়ে জাহ্নবীও।  মায়ের এত খ্যাতি হলে মেয়ে যে সেই পথের অনুগামী হবে সে কথা আর বলার অপেক্ষা রাখে না।  অবশ্য এখনই মেয়ে জাহ্নবীর সিনেমায় অভিনয়ের খবর খারিজ করে দিয়েছেন সুপারস্টার শ্রীদেবী।

আপাতত একটি থিয়েটারে ও লস অ্যাঞ্জেলসের ফিল্ম ইনস্টিটিউটে অভিনয়ে হাত পাকাচ্ছেন জাহ্নবী।  এই স্কুলে অভিনয় শিখেছেন রণবীর কাপুরও।  শোনা যাচ্ছে, পরিচালক করণ জোহর জাহ্নবীর সঙ্গে সিনেমা করতে আগ্রহী।  
১৯ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে