শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:৩২:০৪

নতুন রূপে পড়শী

নতুন রূপে পড়শী

বিনোদন ডেস্ক: বর্তমান সময়ে সবচেয়ে ব্যস্ত শিল্পী পড়শী। যিনি গানের পাশাপাশি মডেলিং, মিউজিক ভিডিওতে মডেলিং এমনকি সিনেমাতেও অভিনয় করেছেন। সেই পড়শী এবার নতুন রূপে ভক্তদের মাঝে হাজির হলেন।

কণ্ঠশিল্পী পড়শী ছবিও আঁকতে পারেন। তার ছবি আঁকার বিষয়টি এতো দিন অপ্রকাশিত থাকলেও সম্প্রতি তার ছবি আঁকার একটি ভিডিও ইউটিউবে প্রকাশ পেয়েছে। যা কিনা ভক্তদের মাঝে সাড়া ফেলে দিয়েছে।এ যেন বাঙালীর সেই চিরচেনা কথা- ‘যে চুল বাঁধতে পারে সে রাঁধতেও পারে’। সত্যিই পড়শী এমনই।

শুধু ছবি আঁকা নয়, স্কেচ করতেও বেশ পটু এ গায়িকা। সময় পেলেই আঁকার খাতা নিয়ে বসে পড়েন। তবে এগুলো কেউ তাঁকে শিখিয়ে দেননি। তাহলে কীভাবে? ‘ইউটিউব দেখে ধীরে ধীরে শেখা। প্রায় তিন বছর ধরে শিখছি। এখন নিজের মতো করে এগুলো করতে পারি।’ বললেন পড়শী।
১৯ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে