শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:৫৩:৪৬

জেনে নিন, বইমেলায় কোন তারকার কি বই প্রকাশিত হয়েছে

জেনে নিন, বইমেলায় কোন তারকার কি বই প্রকাশিত হয়েছে

বিনোদন ডেস্ক: অমর একুশে গ্রন্থমেলায় বিশিষ্ট কবি-সাহিত্যিকদের সাথে বিনোদন জগতের বিশিষ্ট মানুষদেরও বই প্রকাশিত হয়েছে। বিনোদন জগতের যে সব শিল্পীর বই বেরিয়েছে তাদের মধ্যে অন্যতম- আবুল হায়াত, ড. ইনামুল হক, ফকির আলমগীর, কনক চাঁপা, পুতুল এবং শাহরিয়ার নাজিম জয়।

১। আবুল হায়াতের ‘নির্বাচিত গল্প সংকলন’
অভিনেতা আবুল হায়াত এর ‘নির্বাচিত গল্প সংকলন’ নামে একটি গল্পের বই প্রকাশিত হয়েছে। বইটির প্রচ্ছদ করেছেন বিপাশা হায়াৎ। বইটিতে ১২টি গল্প স্থান পাবে। ডেইলি স্টারের প্রকাশনা সংস্থা থেকে বইটি প্রকাশিত হয়।

২। হ্যারোল্ড পিন্টারের অনুবাদ নিয়ে ড. ইনামুল হক:
এবারের বইমেলায় ড. ইনামুল হক এর দুইটি বই প্রকাশ হয়েছে। এর মধ্যে একটি ইংল্যান্ডের বিখ্যাত নাট্যকার হ্যারোল্ড পিন্টারের দুটি নাটকের অনুবাদ। বইটির নাম ‘হ্যারোল্ড পিন্টার’। এছাড়া একটি বিজ্ঞানবিষয়ক বইও প্রকাশ করেছেন তিনি।

৩। গণসংগীত নিয়ে ফকির আলমগীরের সাত বই:
গণসংগীত শিল্পী ফকির আলমগীরের সাতটি বই প্রকাশিত হয়েছে মেলায়। এ গুলোর মধ্যে রয়েছে অনন্যা থেকে ‘ইউরোপের পথে পথে’, ‘স্মৃতির আয়নায়’, ‘মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধুরা’, ‘নির্বাচিত নিবন্ধ’, ‘মুক্তিযুদ্ধের স্মৃতি’ ও ‘বিজয়ের গান’ দৃরন্ত থেকে ‘স্মরণ’ জিনিয়াস থেকে ‘দেশ দেশান্তর’ ও ‘স্মৃতি আলাপনে মুক্তিযুদ্ধ’।

৪। কবি কনক চাঁপা!
কণ্ঠশিল্পী কনক চাঁপা একটি কবিতার বই প্রকাশ করেছেন। বইটির নাম ‘মেঘের ডানায় উড়ে’। বইটি নাগরী প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে। ইতিপুর্বে ‘স্থবির যাযাবর’ ও ‘মুখোমুখি যোদ্ধা, নামে দুটি বই প্রকাশিত হয়েছে এ শিল্পীর।

৫। শাহরিয়ার নাজিম জয়
অতি প্রাকৃত গল্প নিয়ে অভিনেতা শাহরিয়ার নাজিম জয় লিখেছেন ‘কিটো’।

৬। সাজিয়া সুলতানা পুতুলের ‘পুতুল উপক্রমনিকা’
শিল্পী থেকে এবার কবির খাতায় নাম লেখালেন ক্লোজআপ ওয়ান তারকা সাজিয়া সুলতানা পুতুল। এবারের বইমেলায় তিনি একটি কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। বইটির নাম ‘পুতুল কাব্য উপক্রমনিকা’। বইটিতে মোট ১১৭টি কবিতা রয়েছে। প্রিয়মুখ প্রকাশনী থেকে বইটি প্রকাশিত হয়েছে।
১৯ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে