বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া অভিনীত দু’টি ছবি মুক্তি পেয়েছে এরই মধ্যে। এর একটি হচ্ছে ‘আশিকী’ যা মুক্তি পেয়েছে গেল ঈদে আর অপরটি হচ্ছে ‘হিরো ৪২০’ এটি মুক্তি পেয়েছে গতকাল শুক্রবার। তবে এর আগে ১২ ফেব্রুয়ারি এ ছবিটি মুক্তি পায় কলকাতার প্রেক্ষাগৃহে।
এদিকে এরইমধ্যে ফারিয়ার দু’টি ছবি মুক্তি পেলেও এখন পর্যন্ত তিনি কোন হলেই যান নি। আর এমন তথ্য জানিয়েছেন ফারিয়া নিজেই। শুক্রবার তিনি রাজধানীর মধুমিতা হল পরিদর্শনে গেলে এ কথা জানান। এখান থেকে তিনি সন্ধ্যায় গিয়েছিলেন সনি প্রেগৃহে। আর সেখানেই তিনি তার অভিনীত ‘হিরো ৪২০’ ছবিটি দেখেন।
ফারিয়া সিনেমা হল থেকে ফিরে একটি ভিডিও বার্তা আপলোড করেছেন তার ফেসবুকে। সেখানে তিনি তার ভক্ত-দর্শকদের প্রতি অনুরোধ জানিয়েছেন সিনেমাটি দেখার জন্য।
সিনেমা হলে আসার প্রথমবারের অভিজ্ঞতাও জানাতে গিয়ে ফারিয়া জানিয়েছেন, 'দর্শকরা তো আমার চেয়েও ক্রেজি। খুবই ভালো লাগছে এত দর্শক দেখে।'
২০ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন