শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:৩৩:৩৬

যে কথা রাখতে পারেননি ন্যান্সি

যে কথা রাখতে পারেননি ন্যান্সি

বিনোদন ডেস্ক : ফেব্রুয়ারিতে অর্থাৎ ভালোবাসা দিবসে যে করেই হোক নতুন অ্যালবাম নিয়ে আসবেন ন্যান্সি, এমনটাই বলেছিলেন হালের ক্রেজ এই শিল্পী। কিন্তু তিনি তার সেই কথা রাখতে পারেন নি। যার জন্য নতুন গান শোনা থেকে বঞ্চিত হয়েছেন তার ভক্তশ্রোতারা।

এ প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘বেশ কিছুদিন ধরে আমি ভয়াবহরকমের ব্যস্ত। প্রতিদিনই স্টেজ শো করছি। নি:শ্বাস ফেলার পর্যন্ত সময় নেই। কিন্তু এর ফাঁকে অ্যালবামের বাকি দুটি গানের কাজ শেষ করে ফেলতে পারব বলে মনে হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়ে উঠল না।’

তবে ন্যান্সি জানিয়েছেন, ‘আমার একটানা শো চলছে। মার্চ মাস পর্যন্ত এভাবেই চলবে। তবে স্টেজ শো থেকে একদিনের অবসর পেলেও গান দুটি কাজ শেষ করে ফেলব। গানের ভিডিওর কাজও করব।’

নতুন অ্যালবামে যেসব গান পেয়েছেন তা নিয়ে বেশ উচ্ছ্বসিত ন্যান্সি। বললেন, ‘আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, নতুন অ্যালবামের তিন-চারটি গান নিশ্চিতভাবে শ্রোতাদের মুখে মুখে থাকবে। নিজের অ্যালবাম বলে বলছি না। শ্রোতা হিসেবে গানগুলো আমার বেশ মনে ধরেছে।’

২০ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে