শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৬, ১২:৩৬:৩২

শুটিং ফেলে আব্রামকে সঙ্গে নিয়ে সমুদ্র ভ্রমণে শাহরুখ

শুটিং ফেলে আব্রামকে সঙ্গে নিয়ে সমুদ্র ভ্রমণে শাহরুখ

বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খান অভিনয় ব্যবসা নিয়ে প্রচণ্ড রকম ব্যস্ত থাকেন। তারপরও সন্তানদের জন্য তিনি সব সময় উদার। সম্প্রতি তিনি বলেছিলেন, তিনি তার সন্তানদের সব থেকে বেশি ভালোবাসেন। আর সেই প্রমাণ ইতিমধ্যে তিনি দিয়েছেনও।

এবার তিনি আরও একবার প্রমাণ দিলেন সন্তানদের কতটা ভালোবাসেন। বর্তমানে বাদশা ব্যস্ত আছেন তার নতুন সিনেমা রইস নিয়ে। শুটিং চলছে গুজরাটে। আর সেখানেই তিনি শুটিং রেখে তার ছোট ছেলে আব্রামকে নিয়ে ছুটে গেলেন সমুদ্র পাড়ে।

সেখানে তিনি ঘুরলেন, আব্রামকে সঙ্গে নিয়ে বীচে বাইকও চালালেন। আর এমন আদুরে মুহূর্তটি দূর থেকে হয়তো কেউ মোবাইলে ক্যাপচা করে দিয়ে দিয়েছে ইন্টারনেটে। ফলত বাপ-ছেলের একান্তে কাটানো সময়ের মুহূর্তটি এখন রীতিমত ভাইরাল!
২০ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে