শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:৩৩:৩৯

অবিস্মরণীয় এক মুহূর্তে সালমান খান পরিবার

অবিস্মরণীয় এক মুহূর্তে সালমান খান পরিবার

বিনোদন ডেস্ক : বলিউড সুপাস্টার সালমাস খানের বোন অর্পিতা খান প্রথমবারের মত মা হতে যাচ্ছেন। আর সালমান খান? তিনিও প্রথম বারের মত মামা হচ্ছেন। আর তাই তো আনন্দটা বাঁধভাঙা। এ উচ্ছ্বাস যেন ধরে রাখার নয়।

খান পরিবারের জন্য এত বড় একটি আনন্দের সংবাদ। আর এই আনন্দে পার্টি হবে না! তা কি হয়? না মোটেও হয় না। আর তাই তো অর্পিতার ডাকে হয়ে গেল বিশাল এক পার্টি। আনাগত সন্তারের শুভ কামনায় ঝাঁকঝমক এক পার্টির আয়োজন করা হয। আর সেই পার্টিতে অর্পিতার দুই ভাইসহ পরিবারের সকলেই ছিলেন উপস্থিত।

সেই পার্টিতে ভাই ও পরিবারের লোকজনের সাথে সেদিন তুলেছিলেন ছবি। আর সেই ছবি আজ ইনস্টাগ্রামে পোস্ট দিলেন অর্পিতা নিজেই। নানা ভাবে, নানা মুহুর্তে ছবিগুলো বেশ ভালোই পছন্দ হয়েছে খান পরিবারের ভক্তদের।

এদিকে শুটিংয়ের জন্য খুব চাপে ছিলেন সালমান। আসন্ন ছবি ‘সুলতান’-এর শুটিং চলছে পুরোদমে। এক মুহূর্তু সময় নেই হাতে, কারণ ছবিটি যে আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে। অন্যদিকে এমন পরিস্থিতিতে ছোট এবং খুবই আদরের বোন অর্পিতা ডেকেছেন প্রথমবার মাতৃত্ব উদযাপনের! তার সন্তানকে শুভ কামনা জানাতে সেদিন হাজিরও ছিলেন তিনি। সালমান ছাড়াও অনুষ্ঠানে ছিলেন সোহেল খান, আলভিরাসহ স্বামী আয়ুষ্মান ভাই বোনসহ অনেকে।
২০ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে