বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ০৬:৩১:০১

জনপ্রিয় অভিনেতার রহস্যময় মৃত্যু!

জনপ্রিয় অভিনেতার রহস্যময় মৃত্যু!

বিনোদন ডেস্ক : ‘মুন অ্যামব্রেসিং দ্য সান’ টেলিভিশন সিরিজ খ্যাত দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা সং জে রিম মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৯ বছর।

স্থানীয় সংবাদমাধ্যম কোরিয়া টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, সিউলের সিওংডং ওয়ার্ডের নিজ ঘরে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে। আচমকা অভিনেতার মৃত্যুর খবরে শোকাহত কোরিয়ার শোবিজ ইন্ডাস্ট্রি।

জানা যায়, মঙ্গলবার (১২ নভেম্বর) মধ্যরাতে পুলিশকে ইনফর্ম করে অভিনেতার প্রতিবেশীরা। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তারা।

স্থানীয় সংবাদমাধ্যমে কর্তব্যরত পুলিশ জানিয়েছে, নিজ ফ্লাটের ভেতরে রিমের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশ। মৃতদেহের পাশেই দুই পাতার সুইসাইড নোট পান।

এদিকে রিমের বন্ধু বলছে, বুধবার দুপুরে নিজ বাড়িতে বন্ধুকে নিয়ে একসঙ্গে খাওয়ার প্ল্যান করেছিলেন রিম। তবে হঠাৎ কেন রাতেই সুইসাইড করেছেন অভিনেতা, এমন প্রশ্ন তুলেছেন রিমের ওই বন্ধু।

এরপরই রিমের মৃত্যু নিয়ে দানা বাধে রহস্য। লাশ পাঠানো হয় ময়নাতদন্তে। রিমকে হারিয়ে শোকাহত তার পরিবার। তারা জানিয়েছেন, শুধুমাত্র পরিবারের সদস্য নিয়ে ছোট পরিসরে রিমের অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করতে চান। তবে এখনও সংবাদমাধ্যমে মৃত্যুর কারণ প্রসঙ্গে কিছুই জানাতে পারেনি রিমের পরিবার।

‘অ্যাকট্রেস’ সিনেমার মাধ্যমে ২০০৯ সালে প্রথম সিনেমা ইন্ডাস্ট্রিতে পা রাখেন সং জে রিম। তবে সিনেমা নয়, টেলিভিশন সিরিজ ‘মুন অ্যামব্রেসিং দ্য সান’দিয়ে দর্শক নজরে পড়েন তিনি। এ সিরিজে রাজার প্রতি একজন অনুগত যোদ্ধার চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তার শিখরে পৌঁছান রিম। ২০১৪ সালে তার জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেয় রিয়েলিটি শো ‘উই গট ম্যারিড’।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে