বিনোদন ডেস্ক : পঁচ বছরের জন্য প্রসার ভারতীর সঙ্গে যুক্ত থাকবেন বলিউড তারকা অভিনেত্রী কাজল দেবগণ। দূরদর্শন এবং আকাশবাণী রয়েছে রয়েছে প্রসার ভারতীর তত্ত্বাবধায়নে।
জানা গেছে, আগামী ২০২১ সাল পর্যন্ত কাজলকে প্রসার ভারতীর সদস্যপদ দেওয়া হল। কাজল ছাড়াও শশী শেখর ভেম্পতি পেলেন এই সম্মান। জানা গিয়েছে, আগামী ২৪ ফেব্রুয়ারি প্রসার ভারতীর বৈঠকে অংশ নেবেন কাজল। ওই বৈঠকেই আকাশবাণী ও দূরদর্শনের নতুন ডিরেক্টর জেনারেল নির্বাচন নিয়েও আলোচনা হবে বলে জানা গিয়েছে।
দূরদর্শন এবং আকাশবাণী, দেশের দুই মুখ্য সরকারি মাস মিডিয়া সংক্রান্ত যাবতীয় তত্ত্বাবধানের দায়িত্ব পালন করে প্রসার ভারতী। এই বোর্ডই নির্ধারণ করে ঠিক কীভাবে কাজ করবে দূরদর্শন ও আকাশবাণী। পাশাপাশি এই দুই সংস্থার ডিরেক্টর জেনারেল নির্বাচন করে এই বোর্ড।
২০ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন