শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৬, ০৬:৩৭:২৪

বিচ্ছেদ নিয়ে যা বললেন সালমান খানের ভাই আরবাজ খান

বিচ্ছেদ নিয়ে যা বললেন সালমান খানের ভাই আরবাজ খান

বিনোদন ডেস্ক : বলিউডের তারকা দম্পতি আরবাজ খান ও মালাইকা অরোরার সাথে বিবাহ বিচ্ছেদ হচ্ছে! গেল কিছুদিন ধরে এমন গুঞ্জনই শোনা যাচ্ছিল বলিউডজুড়ে। এমন কি বোন অর্পিতা খানের সাধ অনুষ্ঠানেও এই দম্পতি যান নি। তাই অনেকে ধরেই নিয়েছিলে তাহলে তাদের মাঝে ছাড়াছাড়ি হচ্ছে। এমন প্রশ্নটাও ছিল বেশ জোরাল।

এদিকে বলিউডজুড়ে যখন এমন জল্পনা তুঙ্গে, তখন কেউ কেউ আবার মনগড়া গল্প বানাচ্ছেন এই তারকা দম্পতির বিবাহবিচ্ছেদ নিয়ে। যার যার মত একেকটা গল্প বানিয়ে বলেও দিচ্ছেন।

তবে বিবাহ বিচ্ছেদ নিয়ে এত দিন দুজনের কেউই টু শব্দটি করেননি। তবে এবার মুখ খুলেছেন আরবাজ খান। বিরক্ত হয়ে নিজের টুইটার অ্যাকাউন্টে কড়া ভাষায় কিছু কথা জানিয়ে দিয়েছেন সবাইকে।

আরবাজ লিখেছেন, ‘আমার আর মালাইকার বিয়ে নিয়ে গবেষণা বাদ দিন আর প্রতিদিন এসব আজেবাজে লেখা বন্ধ করুন।’

নিজের ব্যক্তিগত জীবনে অন্যদের নাক না গলানোর অনুরোধ করে তিনি বলেন, ‘আমি যখন চাইব তখনই আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলব, আপনারা নিজের চরকায় তেল দিন। এ কথাটি বুঝতে পারা এত কঠিন কিছু তো নয়।’

এদিকে, নিজের বিবাহবিচ্ছেদের গুজবের প্রতিক্রিয়ায় একটি ডাবস্ম্যাশ ভিডিও বানিয়েছেন আরবাজ খান। ইনস্টাগ্রামে আপলোড করা এই ভিডিওতে আরবাজ খানকে কিশোর কুমারের বিখ্যাত গান ‘কুছ তো লোক কাহেঙ্গে’-এর সঙ্গে ঠোঁট মেলাতে দেখা গেছে।

সেখানে আরবাজ লিখেছেন, ‘কিছু মানুষের নিজের কাজের দিকে মন দেওয়া উচিত, এসব নিয়ে কথা বলা আর যা তা লেখা বন্ধ করুন। বরং নিজেদের দিকে মনোযোগ দিন।’
২০ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে