বিনোদন ডেস্ক : চলতি বছরে বলিউডের ৭ অভিনেতাকে রূপালি পর্দায় দেখা যাবে গোঁফ মুখে। যারা সাধারণত, গোঁফ রাখেন না। শুধুমাত্র সিনেমায় চরিত্রের প্রয়োজনেই গোঁফ রাখছেন তারা। এবং, এই সাতজনকেই গোঁফ মুখে দেখতে অনেক ভালোই লাগছে, এমনটাই বলছেন তাদের ফ্যানরাও। সত্যিই ২০১৬-তে বলিউড স্টারদের চেনা যাবে গোঁফ দিয়েই। এক ঝলকে দেখে নিন এ বছরে কোন ৭ জন অভিনেতাকে যাদের গোঁফের বাহারে কাঁপবে বলিউড পাড়া।
১) শহিদ কাপুর : শানদার অভিনেতা শহিদ কাপুরকে রেঙ্গুন ফিল্মে অভিনয় করতে দেখা যাবে মুখে গোঁফ নিয়ে।
২) সালমান খান : এর আগে দবাং এবং বেশ কিছু সিনেমাতেই গোঁফ মুখে দেখা গিয়েছে বলিউড সুপারস্টার সালমান খানকে। এবার রবিনহুড পাণ্ডেকে গোঁফ মুখে দেখা যাবে তার পরের সিনেমা সুলতানে।
৩) আমির খান : অনেক সিনেমায় গোঁফ নিয়ে অভিনয় করেছেন তিনি। তবে তার আসন্ন সিনেমা দঙ্গলে আমির খানকে দেখা যাবে গোঁফ নিয়েই। এই সিনেমায় আমির এক কুস্তিগীরের চরিত্রে অভিনয় করছেন।
৪) মাধবন : রহেনা হ্যায় তেরে দিলমে স্টারকে এই বছরেই মুক্তি পাওয়া শালা খারুশ সিনেমায় গোঁফ মুখে অভিনয় করতে দেখা গিয়েছে।
৫) অর্জুন কাপুর : কা অউর কী ফিল্মে অভিনেতা অর্জুন কাপুরের মুখেও দেখা যাচ্ছে গোঁফ। আর সেই লুকে দেখে বেশ খুশি অর্জুন কাপুরের ফ্যানরাও।
৬) সাইফ আলি খান : রেঙ্গুন ফিল্মে নবাব সাইফ আলিকে দেখা যাবে ইয়া বড় গোঁফ নিয়ে।
৭) ইমরান হাসমি : মিস্টার এক্স স্টার এমরান হাসমি আপাতত ব্যস্ত, তার পরের সিনেমা আজাহার নিয়ে। এই সিনেমায় ক্রিকেটার আজাহার উদ্দিনের ভূমিকায় অভিনয় করছেন তিনি। আজাহার গোঁফ রাখতেন অনেকটা সময়। তাই এই ফিল্মে ইমরানকেও দেখা যাবে গোঁফ মুখেই।
২০ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই